নারায়ণগঞ্জে চাঞ্চল্যকর সাত খুন মামলায় হাইকোর্টের রায় ঘোষণা করা হয়েছে। মামলায় নিম্ন আদালতের দেওয়া মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২৬ জনের মধ্যে নূর হোসেন, তারেক সাঈদ, আরিফ হোসেন, মাসুদ রানাসহ ১৫ আসামির ফাঁসির আদেশ বহাল রেখেছেন হাইকোর্ট।
বাকি ১১ আসামির মৃত্যুদণ্ড কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার সকালে বিচারপতি ভবানী প্রসাদ সিংহ ও বিচারপতি মোস্তফা জামান ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এই রায় পড়া শুরু হয়।
রায় ঘোষণার সময় আদালত কক্ষে গণমাধ্যমকর্মীদের প্রবেশে বাধা দেওয়া হয়। পরে কেউ কেউ সিনিয়র আইনজীবীদের হস্তক্ষেপে প্রবেশ করেন।
তবে দুপুরের দিকে আবার সাংবাদিকদের প্রবেশে বাধা দেওয়া হয়। এ নিয়ে গণমাধ্যমকর্মীরা ক্ষোভ প্রকাশ করেছেন।
এর আগে ১৩ আগস্ট এই মামলার রায় হওয়ার কথা থাকলেও সে দিন তা পিছিয়ে নতুন এই দিন নির্ধারণ করা হয়।
চাঞ্চল্যকর এই ঘটনায় হওয়া দুটি মামলায় নিম্ন আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্তদের মামলার ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ড অনুমোদন) ও আসামিদের করা আপিল শুনানি গত ২৬ জুলাই শেষ হয়। সে দিনই রায়ের জন্য ১৩ আগস্ট দিন নির্ধারণ করেছিলেন আদালত। উৎস্যঃ কালেরকন্ঠ