নিউ জার্সিতে এক ব্যক্তি ও তার ছেলেকে আটক করেছে পুলিশ। ওই ব্যক্তি ভূত-প্রেতের বিদ্যায় নাকি পারদর্শী। তিনি এগুলোর চর্চা করেন।
আটক দুজনের অপরাধ, অশুভ আত্মা তাড়ানোর কথা বলে এক বয়স্ক ব্যক্তির কাছ থেকে গুনে গুনে ১ লাখ ৪৭ হাজার ৭০০ ডলার হাতিয়ে নিয়েছেন তারা, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ কোটি ২০ লাখ টাকা।
গ্যালোওয়ে পুলিশ জানায়, সালি কিম ওয়ান্দো এবং তার ছেলে ফ্রাঙ্ক মার্কোর বিরুদ্ধে চুরি ও প্রতারণায় দায় আনা হয়েছে।
পরে তারা জানায়, আসলে ব্যবসায় খাটানোর জন্য অর্থ নেওয়া হয়েছিল। অশুভ আত্মা তাড়ানোর জন্যে নয়।
এদিকে প্রতারণার শিকারের নাম প্রকাশ করা হয়নি। পুলিশ জানায়, ওয়ান্দো ওই বয়স্ক ব্যক্তিকে তার 'আত্মা পরিশুদ্ধি'র চিকিৎসার করবেন বলে কথা দেন।
প্রথম ভিজিটেই তিনি ৫ হাজার ডলার নিয়েছিলেন। পরে তাকে ১৪ দফার চিকিৎসাব্যবস্থার কথা বলেন।
প্রত্যেকবারের জন্যে সাড়ে ১০ হাজার ডলার করে নিয়েছেন তিনি।
পুলিশ জানায়, ওয়ান্দো তার ছেলের ডিলারশিপ ব্যবসার অ্যাকাউন্টে ১ লাখ ৪৭ হাজার ৭০০ ডলার পাঠাতে বলেন শিকারকে। ওই ব্যক্তি বিশ্বাস করে তাই করেছেন। এর পরের ঘটনায় দুজনই পুলিশের হেফাজতে। সূত্র : ইয়াহু