মিয়ানমারের হেলিকপ্টার বাংলাদেশের আকাশসীমা লঙ্ঘন করায় এ ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে ঢাকা।
শুক্রবার মিয়ানমার দূতাবাসে পাঠানো একটি কূটনৈতিক নোটে ২৭ ও ২৮ আগস্ট এবং ১ সেপ্টেম্বর শুক্রবার কয়েক দফা মিয়ানমার হেলিকপ্টার বাংলাদেশের আকাশসীমা লঙ্ঘন করায় এই প্রতিবাদ জানানো হয়। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই তথ্য জানানো হয়েছে।
এ ধরনের ঘটনা যেন আর না ঘটে, সেজন্য মিয়ানমারকে অবিলম্বে পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ।
ডিপ্লোম্যাটিক নোটে বলা হয়, শুক্রবার সকালে কক্সবাজারের উখিয়ায় তিন দফা মিয়ানমার হেলিকপ্টার বাংলাদেশের আকাশসীমা লঙ্ঘন করেছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় জোর দিয়ে বলে, মিয়ানমার হেলিকপ্টারের আকাশসীমা লঙ্ঘনের ঘটনা প্রতিবেশীসুলভ নয়। এর ফলে অপ্রীতিকর ঘটনা সৃষ্টি হতে পারে। মন্ত্রণালয় আরও বলেছে, বাংলাদেশ যখন মিয়ানমারের নিরাপত্তা-ব্যবস্থায় সহযোগিতা করছে, তখন বাংলাদেশের আকাশসীমা লঙ্ঘনের মাধ্যমে সার্বভৌমত্বের লঙ্ঘন বর্তমান সহযোগিতাকে বিঘিœত করতে পারে।
এর আগেও দেশটি রোহিঙ্গা ইস্যুতে নো ম্যানস ল্যান্ডে রোহিঙ্গাদের লক্ষ্য করে গুলি ছুঁড়ে। তবে ওই ঘটনায় কেউ হতাহত হয়নি।
এ ঘটনার পর বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র মহাপরিচালক বলেছিলেন, মিয়ানমার সীমা লঙ্ঘন করলে এর পাল্টা জবাব দেওয়া। এরপরই আবার আকাশসীমা লঙ্ঘন করল দেশটি।