হিসাববিজ্ঞানের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হলো ডেবিট-ক্রেডিট নির্ণয়। নিম্নোক্ত ডেবিট-ক্রেডিট নির্ণয়ের কিছু গুরুত্বপূর্ণ বিষয় দেখানো হলো :
✓ মালিকের ব্যক্তিগত সম্পদ ব্যবসায়ের প্রয়োজনে ব্যবহার করলে সংশ্লিষ্ট সম্পদ ডেবিট এবং মূলধন হিসাব ক্রেডিট হবে।
উদাহরণ
জনাব খান ৫০,০০০ টাকার ব্যক্তিগত আসবাবপত্র ব্যবসায় আনয়ন করলেন।
জাবেদা
আসবাবপত্র হিসাব ডেবিট-সম্পদ বৃদ্ধি
মূলধন হিসাব ক্রেডিট-মালিকানাস্বত্ব বৃদ্ধি
✓ মালিক ব্যবসায় থেকে কোনো সম্পদ বা পণ্য ব্যক্তিগত প্রয়োজনে ব্যবহারের উদ্দেশ্যে নিলে উত্তোলন হিসাব ডেবিট হবে এবং সম্পদ নিলে সংশ্লিষ্ট সম্পদ ক্রেডিট; কিন্তু পণ্য নিলে ক্রয় হিসাব ক্রেডিট হবে।
উদাহরণ
১। মালিক ব্যবসায় থেকে ২০,০০০ টাকার কলকবজা ব্যক্তিগত ব্যবহারের জন্য নিলেন।
জাবেদা
উত্তোলন হিসাব ডেবিট-মালিকানাস্বত্ব হ্রাস
কলকবজা হিসাব ক্রেডিট-সম্পদ হ্রাস
উদাহরণ
২। মালিক তার ব্যক্তিগত ব্যবহারের জন্য ৩,০০০ টাকার পণ্য নিলেন।
জাবেদা
উত্তোলন হিসাব ডেবিট-মালিকানাস্বত্ব হ্রাস
ক্রয় হিসাব ক্রেডিট-ব্যয় হ্রাস
✓ ব্যবসায়ে ব্যবহারের উদ্দেশ্যে সম্পদ ক্রয় করলে সংশ্লিষ্ট সম্পদ হিসাব ডেবিট হবে। তবে আবার বিক্রয়ের উদ্দেশ্যে সম্পদজাতীয় কোনো কিছু ক্রয় করলেও সংশ্লিষ্ট সম্পদ হিসাব ডেবিট না হয়ে ক্রয় হিসাব ডেবিট হবে।
উদাহরণ
১।
আসবাবপত্র ক্রয় ৩০,০০০ টাকা।
জাবেদা
আসবাবপত্র হিসাব ডেবিট-সম্পদ বৃদ্ধি
নগদান হিসাব ক্রেডিট-সম্পদ হ্রাস
উদাহরণ
২। মেসার্স আঁখি মেশিনারিজ যন্ত্রপাতি ক্রয়-বিক্রয় ব্যবসায়ে লিপ্ত। উক্ত প্রতিষ্ঠান ৫,০০,০০০ টাকায় যন্ত্রপাতি ক্রয় করল।
জাবেদা
ক্রয় হিসাব ডেবিট-ব্যয় বৃদ্ধি
নগদান হিসাব ক্রেডিট-সম্পদ হ্রাস
✓ ব্যবসায়ের কোন সম্পদ বিক্রয় করা হলে বিক্রয় হিসাব ক্রেডিট করা যাবে না। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট সম্পদ ক্রেডিট হবে; কিন্তু ব্যবসায় প্রতিষ্ঠান যদি সম্পদজাতীয় কোনো কিছু ক্রয় বিক্রয়কারী ব্যবসায় হলে সে ক্ষেত্রে বিক্রয় হিসাব ক্রেডিট হবে।
উদাহরণ
১। আসবাবপত্র বিক্রয় করা হলো ৪০,০০০ টাকা।
জাবেদা
নগদান হিসাব ডেবিট-সম্পদ বৃদ্ধি
আসবাবপত্র হিসাব ক্রেডিট-সম্পদ হ্রাস
উদাহরণ
২। অটোবি ফার্নিচার্স আসবাবপত্র তৈরি ও বিক্রয় করে। উক্ত প্রতিষ্ঠান ৩,০০,০০০ টাকার আসবাবপত্র বিক্রয় করল।
জাবেদা
নগদান হিসাব ডেবিট-সম্পদ বৃদ্ধি
বিক্রয় হিসাব ক্রেডিট-আয় বৃদ্ধি
✓ নগদ ক্রয়/বিক্রয় লেখা থাকলে নগদান হিসাব ডেবিট/ক্রেডিট হবে।
উদাহরণ
১। নগদে পণ্য ক্রয় ৫০,০০০ টাকা।
জাবেদা
ক্রয় হিসাব ডেবিট-ব্যয় বৃদ্ধি
নগদান হিসাব ক্রেডিট-সম্পদ হ্রাস
উদাহরণ
২। নগদে পণ্য বিক্রয় ৬০,০০০ টাকা।
জাবেদা
নগদান হিসাব ডেবিট-সম্পদ বৃদ্ধি
বিক্রয় হিসাব ক্রেডিট-আয় বৃদ্ধি