০১. বাংলাদেশকে দারিদ্রমুক্ত ঘোষণা করা হবে কত সালে?

ক. ২০১৯ খ. ২০২০ গ. ২০২১ ঘ. ২০৪১

 

০২. বাংলাদেশে গভীর সমুদ্রবন্দর স্থাপিত হবে কোথায়?

ক. পায়রা, পটুয়াখালী খ. জলদিয়া, চট্টগ্রাম

গ. সোনাদিয়া, কক্সবাজার ঘ. বাউশিয়া, মুন্সিগঞ্জ

 

০৩. প্রথম বাংলাদেশি হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ৪০০ উইকেট লাভ করেন কে?

ক. মাশরাফি বিন মর্তুজা খ. সাকিব আল হাসান

গ. এনামুল হক মনি ঘ. মোহাম্মদ রফিক

 

০৪. টেস্ট ক্রিকেটে বাংলাদেশ শততম ম্যাচ খেলে কোন দেশের বিপক্ষে?

ক. আফগানিস্তান খ. শ্রীলংকা

গ. পাকিস্তান ঘ. ভারত

 

০৫. বাংলাদেশে 4-G প্রযুক্তির টেলিযোগাযোগ সেবা চালু কত সালে?

ক. ২০২০ খ. ২০২৩ গ. ২০২১ ঘ. ২০১৭

০৬.জাতীয় গণহত্যা দিবস কত তারিখে পালিত হয়? ক. ১৬ ডিসেম্বর খ. ২৫ মার্চ

গ. ২৬ মার্চ ঘ. ২১ ফেব্রুয়ারী

 

০৭.বাংলাদেশে বর্তমানে উপজেলার সংখ্যা কয়টি? ক. ৪৯৩টি খ. ৪৯৪টি

গ. ৫৭০টি ঘ. ৯৪৩টি

০৮. ২০২০ সালে ৩১ তম অলিম্পিক গেমস কোন দেশে অনুষ্ঠিত হবে?

ক. লন্ডন, যুক্তরাজ্য খ. বেইজিং, চীন

গ. টোকিও, জাপান ঘ. মাদ্রিদ, স্পেন

 

০৯. জাতিসংঘ ও বিশ্বব্যাংক ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বিশ্ব গড়ার পরিকল্পনা গ্রহণ করেছে কত সালের মধ্যে?

ক. ২০২৫ সাল খ. ২০৩০ সাল

গ. ২০৫০ সাল ঘ. ২০৪০ সাল

 

১০. কোনটি সংবাদ সংস্থা ?

ক. ফেয়ারফ্যাক্স খ. ফেয়ারফক্স

গ. ইন্টারফক্স ঘ. ইন্টারফ্যাক্স

 

১১.মোবাইল ফোনে প্রথম স্যাটলাইট টিভি চালু করে কোন দেশ?

ক. চীন খ. জাপান

গ. যুক্তরাষ্ট্র ঘ. দক্ষিণ কোরিয়া

 

১২. Wikipedia-এর জনক কে?

ক. মার্কজুকার বার্গ খ. জিমিওয়ালেস

গ. এলান এমটাজ ঘ. লরেঞ্জ ল্যারি পেজ

 

১৩. SDG-এর মেয়াদকাল কত?

ক. ২০১৫-২০৩০ খ. ২০১৬-২০৩০

গ. ২০২০-২০৩০ ঘ. ২০২৫-২০৩০

 

১৪.গোল্ডেন ভিলেজ কোন জেলায় অবস্থিত?

ক. কুষ্টিয়া খ. সিলেট গ. খুলনা ঘ. গাজিপুর

১৫. ড্রাগন অর্থনীতির অন্তর্ভুক্ত কোন দেশগুলো? ক. দক্ষিণ কোরিয়া, তাইওয়ান, হংকং ও সিঙ্গাপুর খ. দক্ষিণ কোরিয়া, তাইওয়ান, চীন ও থাইল্যান্ড

গ. দক্ষিণ কোরিয়া, তাইওয়ান, হংকং ও মালয়েশিয়া

ঘ. দক্ষিণ কোরিয়া, তাইওয়ান, হংকং ও চীন

 

০১খ. ০২গ০৩.খ. ০৪.খ. ০৫.ঘ. ০৬.গ. ০৭.ক. ০৮গ. ০৯.খ১০.ঘ১১ঘ. ১২.খ.

১৩.খ. ১৪.ক. ১৫.ক.

 


Comments