তীব্র গরম আর টানা খরার পর রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে আজ থেকে শুরু হয়েছে বৃষ্টি। জনজীবনে ফিরেছে স্বস্তি।
তবে আবহাওয়া অফিস বলছে থেমে থেমে এই বৃষ্টি চলবে আগামী সোমবার পর্যন্ত। অন্যদিকে সপ্তাহজুড়ে মেঘে ঢাকা ও রৌদ্র-মেঘের লুকোচুরি অব্যহত থাকবে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ রুহুল কদ্দুস বলেন, আজ রোববার থেকে শুরু হওয়া এই বৃষ্টি থেমে থেকে আগামী ১৪ সেপ্টেম্বর পর্যন্ত অব্যহত থাকতে পারে।
এ কয়দিন রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে সূর্যের দেখা না মেলার সম্ভাবনা বেশি। আবহাওয়া পূর্বাভাস বুলেটিনে বলা হয়, আজ রেববার দুপুর থেকে রাজধানী ঢাকার আকাশ মেঘলা থাকবে।
মাঝারি বৃষ্টির সঙ্গে বজ্রপাতের আশঙ্কা রয়েছে। তাপমাত্রা কিছুটা কমে ২৭ ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে।
রাজধানীর পাশাপাশি চট্টগ্রাম, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের বিভিন্ন জায়গায়ও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
এদিকে আজ রাজধানীতে প্রবল বর্ষনে ঢাকার প্রধান সড়কগুলোতে জলাবদ্ধতা তৈরী হয়। দুর্ভোগে পড়ে নগড়বাসী।