ক্যাম্পাসে ডিবি পুলিশ ঘুরছে দেখেছো? এখনি ধরিয়ে দেব সকালে লাশ পাওয়া যাবে।
এভাবে হুমকি দেয়া হয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)ক্যাম্পাসের ক্ষুদ্র ব্যবসায়ীদের।
শনিবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মাহবুবর রহমান ক্ষুদ্র ব্যবসায়ীদের নিজ কার্যালয়ে ডেকে বেলা ১১টার দিকে এ হুমকি দেন বলে জানিয়েছেন একাধিক ব্যবসায়ী।
জানা গেছে,গত ২৪ আগস্ট পারিবারিক কলহের জের ধরে বিষপানে আত্মহত্যার চেষ্টা করে ইবির জিয়া হল মোড়ের হোটেল (আফজালের হোটেল) কর্মচারী জাহিদ।
ওই দিন বেলা ১১টার দিকে জিয়া হল মোড় এলাকায় মুমূর্ষু অবস্থায় পড়ে থাকতে দেখে অন্য ব্যবসায়ীরা।
পরে স্থানীয়দের সহায়তায় বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তা রোজদার আলী রুপম তাকে ক্যাম্পাস পার্শ্ববর্তী শেখপাড়া বাজারে পাঠায়।সেখানে তাকে চিকিৎসা দিলে সে সুস্থ হয়ে ওঠে।
তবে ওই দিন জাহিদকে চিকিৎসা দিতে দেরি করা হয়েছিল বলে অভিযোগ আনেন প্রক্টর প্রফেসর ড.মাহবুবর রহমান।
ঈদের ছুটি শেষে ক্যাম্পাস খোলার দিন (শনিবার) ক্যাম্পাসের সব দোকানদার ও ক্ষুদ্র ব্যবসায়ীদের নিজ অফিসে ডেকে পাঠান তিনি।
এ সময় তিনি সবাইকে জিজ্ঞাসাবাদ করেন এবং উত্তেজিত হয়ে তাদের ধমকাতে থাকেন।
এক পর্যায়ে তিনি বলেন,ক্যাম্পাসে ডিবি পুলিশ এসেছে দেখেছ? এক্ষুণি ধরিয়ে দেব কিন্তু। আগামীকাল সকালে লাশ পাওয়া যাবে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের মুখে এমন কথা শুনে ক্ষুদ্র ব্যবসায়ীরা আতংকিত হয়ে পড়েন। প্রক্টরের হত্যার হুমকিতে আতংকিত হয়ে ক্যাম্পাসের অধিকাংশ দোকান এখন বন্ধ রয়েছে। ফলে চরম ভোগান্তিতে পড়েছে শিক্ষার্থীরা।
নাম প্রকাশ না করার শর্তে এক দোকানি বলেন,প্রক্টর স্যারের মুখে এমন কথা শুনে আমরা আতংকিত হয়ে পড়েছি। এখন দোকান খুলতেও ভয় হচ্ছে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড.মাহবুবর রহমান বলেন, দোকানের সামনে একজন ব্যক্তি মারা যাচ্ছে অথচ কেউ তাকে বাঁচাতে আসবে না, এটা খুবই জঘন্য এবং অমানবিক। এ বিষয়ে আমি তাদের সঙ্গে কথা বলেছি।
হুমকির বিষয়ে জানতে চাইলে বিষয়টি অস্বীকার করে তিনি বলেন,বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কাজ ক্যাম্পাস শান্ত রাখা।