মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসের সাম্প্রতিক সামুদ্রিক ঝড়ে বিশাল আকারের এক প্রাণীর মৃতদেহ ভেসে এসেছে। এটি স্থানীয়দের মধ্যে বিস্ময়ের সৃষ্টি করেছে।

 

স্থানীয় লোকজন অজ্ঞাত ওই প্রাণীর মরদেহের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে পোস্ট করছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে এসব ছবি নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যম খবর প্রকাশ করেছে। তবে প্রাণীটি ঠিক কী, তা নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে।

 

কেউ কেউ বলছেন, প্রাণীটি দেখতে অতিরিক্ত বড় হয়ে যাওয়া ইল মাছের মতো। কেউ আবার বলছেন এটি একটি এলিয়েন!

 

প্রাণীটির ভেসে আসার খবর পাওয়ার পর সেখানে মানুষের ভিড় জমছে। উৎসুক লোকজন প্রাণীটিকে শনাক্ত করার চেষ্টা করছেন এবং মৃতদেহের সঙ্গে সেলফি তুলছেন।

 


তবে বিজ্ঞানীরা এই মতো দেওয়ার পরও উৎসুক জনতা সেলফি তোলা বা এটি নিয়ে জল্পনাকল্পনা থেকে বিরত হচ্ছেন না। সামাজিক যোগাযোগ মাধ্যমে মৃতদেহটির ছবি ব্যাপক আকারে ছড়িয়ে পড়েছে।

শেষ পর্যন্ত লোকজন একজন বিশেষজ্ঞের সন্ধান পায়।

 

তিনি কেনেথ টিগহে। কাজ করছেন স্মিথসোনিয়ান ন্যাশনাল মিউজিয়াম অব ন্যাচারাল হিস্টোরিতে। কেনেথ একজন ইল এক্সপার্ট। তিনি বলেন, এ প্রাণীটিকে দেখে মনে হচ্ছে স্নেক-ইলের একটি প্রজাতি।


সমুদ্রের পানির ১০০ থেকে ৩০০ ফুট নিচে এ ইল বাস করে। এটি প্রচণ্ড হারিকেনের ধাক্কায় স্থলে উঠে এসেছে।
সূত্র : ইন্ডিপেনডেন্ট

 


Comments