দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি পরীক্ষার প্রশ্নপত্রে বাংলাদেশ সংক্রান্ত বিভিন্ন বিষয় গুরুত্বসহকারে এসে থাকে।
১.অর্থনৈতিক সমীক্ষা ২০১৭ অনুসারে বর্তমানে বাংলাদেশে প্রতিবর্গ কিলোমিটারে জনসংখ্যার ঘনত্ব কত?
A. ১০৬৩ জন B. ১০৬৭ জন
C. ১০৭৭ জন D. ১৫৭৭ জন
২.এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংক (AIIB) থেকে বাংলাদেশ প্রথম ঋণ পাচ্ছে কোন খাতে?
A. যোগাযোগ খাতে B. বিদ্যুত্ খাতে
C. তথ্যপ্রযুক্তি খাতে D শিক্ষা খাতে
৩.বিশ্বের দীর্ঘতম মেরিন ড্রাইভ সড়ক কোথায় অবস্থিত?
A. সাংহাই, চীন B. জুরিখ, সুইজারল্যান্ড
C. মুম্বাই, ভারত D কক্সবাজার,বাংলাদেশ
৪.বর্তমানে বাংলাদেশের জিডিপিতে কৃষি খাতের অবদান কত শতাংশ?
A. ১৪.৭৯% B ১৪.৬৯%
C. ১৩৭৯% D ১৫.৬৯%
৫. ঘূর্ণিঝড় মোরা কত তারিখে বাংলাদেশ উপকূলে আঘাত হানে?
A. ৩১ মে ২০১৭ B ৩১ এপ্রিল ২০১৭
C. ৩০ মে ২০১৭ D ৩০ জুন ২০১৭
৬.বঙ্গবন্ধু দ্বীপ কোথায় অবস্থিত?
A. ভোলা জেলায় B মেঘনা নদী
C. কক্সবাজার D সুন্দরবনে
৭.বাংলাদেশের প্রথম ওয়াইফাই নগরী কোনটি?
A. যশোর B ঢাকাC. খুলনা D সিলেট
৮.পদ্মা সেতুতে কোন ধরণের রেলপথ নির্মিত হবে ?
A মিটারগেজ B মিশ্রগেজ
C.ব্রডগেজ D ডুয়েলগেজ
৯.বাংলাদেশের কোন উপজাতি আচিকমান্দি বা পাহাড়ি মানুষ হিসেবে পরিচিত?
A চাকমা B গারো
C. মারমা D. খাসিয়া
১০.দেশের নির্মাণাধীন প্রথম স্যাটেলাইট বঙ্গবন্ধুু-১ কোন দেশের সহযোগিতায় নির্মিত হচ্ছে?
A. চীন B. রাশিয়া
C. যুক্তরাষ্ট্র D. ফ্রান্স
১১.প্রস্তাবিত দেশের তৃতীয় স্টক এক্সচেঞ্জ কোথায় স্থাপিত হবে?
A. বরিশাল B. খুলনা
C. সিলেট D. রাজশাহী
১২.বাংলাদেশে প্রথম কখন ইন্টারনেট চালু করা হয়?
A. ৮ আগস্ট ১৯৯৪ B. ৪ জুলাই ১৯৯৪
C. ২৬ মার্চ ১৯৯২ D. ৪ জুন ১৯৯৬
১৩.মুক্তিযুদ্ধের সংরক্ষিত স্থান 'শহীদ সাগর' কোথায় অবস্থিত?
A. খুলনা B. যশোর
C. পশ্চিমবঙ্গ D. নাটোর
১৪.জাতীয় সংগীত সর্বপ্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়?
A. বঙ্গবাণী B. বঙ্গদর্শন
C. বেঙ্গলগেজেট D. সবুজপত্র
১৫.বাংলার সবচেয়ে প্রাচীনতম জনপদ কোনটি?
A. গৌড় B. বঙ্গ
C. হরিকেল D. পুন্ড্র
১৬.পাকিস্তানের গণপরিষদের অধিবেশনে বাংলাকে রাষ্ট্রভাষা করার প্রথম দাবি কে উত্থাপন করেন?
A. ধীরেন্দ্রদেবনাথ দত্ত
B. এ. কে ফজলুল হক
C. আবদুল মতিন
D. ধীরেন্দ্রনাথ দত্ত
১৭.বিশ্ব বাজারে বাংলাদেশের ব্ল্যাক বেঙ্গল ছাগলের চামড়া কী নামে পরিচিত?
A. চুয়াডাঙ্গা গ্রেড B. কুষ্টিয়া গ্রেড
C. ঝিনাইদহ গ্রেড D. মেহেরপুর গ্রেড
১৮.ইতিহাসের বিষয়বস্তু নয় কোনটি?
A. সমাজ B. মানুষ
C. সভ্যতা D. পরিবার
১৯.বাংলাদেশ কবে টেস্ট স্ট্যাটাস লাভ করে?
A. ১৯৯৯ সালে B. ২০০০ সালে
C. ২০০১ সালে D. ২০০২ সালে
২০.মিয়ানমারের সাথে বাংলাদেশের কোন কোন জেলার সংযোগ রয়েছে?
A. কক্সবাজার ও বান্দরবান
B. রাঙামাটি ও বান্দরবান
C. রাঙামাটি ও কক্সবাজার