নিচের অনুচ্ছেদটি পড়ে ৫, ৬ ও ৭ নম্বর প্রশ্নের উত্তর দাও:

বিজ্ঞানের যে সব আবিষ্কার মানবজীবনকে সমৃদ্ধির লক্ষ্যে পরিচালিত করেছে তার মধ্যে বিদ্যুতের অবদান সবচেয়ে গুরুত্বপূর্ণ। বিদ্যুত্ দৈনন্দিন জীবনকে করে তুলেছে সহজ-সরল, আরাম-আয়েশে পরিপূর্ণ ও গতিময়। বিদ্যুতের বিচিত্র প্রয়োগ মানব সভ্যতার অগ্রযাত্রাকে সহজ করে দিয়েছে। বিদ্যুতের কল্যাণে সমস্যা জর্জরিত মানবজীবন হয়ে উঠেছে অনেক সুখকর, উপভোগ্য।

কিন্তু বিদ্যুত্ ঘাটতি মানুষের জীবনে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। বিদ্যুতের চাহিদার তুলনায় উত্পাদন কম হলে এক এলাকার বৈদ্যুতিক সংযোগ বন্ধ রেখে অন্য এলাকায় বিদ্যুত্ সুবিধা দেওয়াকে লোডশেডিং বলে। ঘন ঘন লোডশেডিংয়ের ফলে জনজীবনে ভয়াবহ দুর্ভোগের সৃষ্টি হচ্ছে। লোডশেডিংয়ের ফলে দেশের বিভিন্ন অঞ্চলের শিল্প প্রতিষ্ঠানগুলো ক্ষতির সম্মুখীন হচ্ছে। বিদ্যুতের অভাবে শিল্পের উত্পাদন ব্যাহত হয়ে রপ্তানি বাণিজ্যের ক্ষতি হচ্ছে। বিদ্যুত্ ঘাটতির ফলে জাতীয় অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়ছে। বিশেষ করে পোশাক শিল্পের উত্পাদন ব্যাহত হচ্ছে সবচেয়ে বেশি।

লোডশেডিং এর ফলে শিক্ষার্থীদের লেখাপড়া বিঘ্নিত হয়। লোডশেডিংয়ের সুযোগে বিভিন্ন এলাকায় চুরি, ডাকাতির মতো অপরাধ প্রবণতা বেড়ে যায়। বিদ্যুত্ হচ্ছে একটি দেশের উন্নয়নের মূল উত্স। কাজেই লোডশেডিং বা বিদ্যুত্ বিভ্রাট রোধ করতে হবে।

এ অবস্থার প্রতিকারের জন্য নতুন নতুন বিদ্যুত্ ইউনিট চালু করতে হবে, বিদ্যুতের ব্যবহার সম্পর্কে সচেতন হতে হবে, বিদ্যুতের অপব্যবহার রোধ করতে হবে। সৌরশক্তি, তাপশক্তি, গ্যাস, কয়লা ইত্যাদিকে কাজে লাগিয়ে বিদ্যুত্ উত্পাদন বাড়াতে হবে। সমগ্র বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে লোডশেডিং নিরসন করে বিদ্যুত্ সরবরাহ নিশ্চিত করা প্রয়োজন।

 

৫. সঠিক উত্তরটি উত্তরপত্রে লিখ : ১´৫ = ৫

অনুচ্ছেদটিতে মূলত কী সম্পর্কে বলা হয়েছে?

ক. লোডশেডিং আবিষ্কার খ. বৈদ্যুতিক সুবিধা

গ. বিদ্যুত্ শক্তি ও লোডশেডিং ঘ. বিজ্ঞানের আবিষ্কার

মানবসভ্যতার অগ্রযাত্রাকে সহজ করে দিয়েছে—

ক. ইন্টারনেট খ. কম্পিউটার গ. বিদ্যুত্ ঘ. ফেসবুক

শিক্ষার্থীদের লেখাপড়ার ক্ষতি হয় কেন?

ক. বিদ্যুতের মূল্য বৃদ্ধি খ. তথ্য প্রযুক্তির অভাব

গ. বইয়ের মূল্য বৃদ্ধি ঘ. ঘন ঘন লোডশেডিং

লোডশেডিং এর কারণ কী?

ক. চাহিদার তুলনায় বিদ্যুত্ উত্পাদন বেশি

খ. বৈদ্যুতিক যন্ত্রপাতির মূল্য বৃদ্ধি

গ. অবৈধ বৈদ্যুতিক সংযোগ বৃদ্ধি

ঘ. চাহিদার তুলনায় বিদ্যুত্ উত্পাদন কম

৫.বিদ্যুত্ সংকট প্রতিকারের জন্য কী করতে হবে?

ক. বিদ্যুতের মূল্য বৃদ্ধি করতে হবে খ. নতুন নতুন বিদ্যুত্ ইউনিট চালু করতে হবে

গ. পুরাতন সংযোগ বন্ধ করতে হবে ঘ. বিদ্যুত্ ব্যবহার বন্ধ করতে হবে

৬.নিচে কয়েকটি শব্দ ও শব্দার্থ দেওয়া হলো। নিচের শূন্যস্থানের উপযুক্ত শব্দ উত্তরপত্রে লেখঃ ১ × ৫ = ৫

শব্দ শব্দার্থ

 

ভয়াবহ ভয়ংকর

আবিষ্কার উদ্ভাবন

উন্নয়ন উন্নতি সাধন, উন্নয়ন পরিকল্পনা

নেতিবাচক খারাপ

দৈনন্দিন প্রতিদিন

লোডশেডিং বিদ্যুত্ বিভ্রাট

ক. লোডশেডিংয়ের কারণে জনজীবন ভয়াবহ দুর্ভোগ দেখা দেয়।

খ. বিদ্যুত্ হচ্ছে একটি দেশের উন্নয়নের মূল উত্স।

গ. বিদ্যুত্ ঘাটতির নীতিবাচক প্রভাব জাতীয় অর্থনীতিতে পড়ে।

ঘ. বিজ্ঞানের আবিষ্কার মানবসভ্যতাকে গতিশীল করেছে।

ঙ. দৈনন্দিন জীবনে বিদ্যুতের চাহিদা বাড়ছে।

 


Comments