০১। মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণিকার নাম কী?
উত্তর : পরমাণু
০২। কোন মৌলে নিউট্রন নেই?
উত্তর : হাইড্রোজেন
০৩। ইলেকট্রন আবিষ্কার করেন কে?
উত্তর : থমসন


০৪। একটি ইলেকট্রন একটি প্রোটন থেকে কত গুণ হালকা?
উত্তর : ১৮৪০ গুণ
০৫। নিউক্লিয় সংখ্যার অপর নাম কী?
উত্তর : ভরসংখ্যা
০৬। সালফার অণুতে কয়টি পরমাণু বিদ্যমান?
উত্তর : ৮টি


০৭। রূপার প্রতীক লিখ। উত্তর : Ag
০৮। পরমাণুতে শক্তিস্তরের ধারণা দেন কোন বিজ্ঞানী?
উত্তর : নিলস্ বোর
০৯। আয়নে ইলেকট্রনের সংখ্যা কত?
উত্তর : ১৮


১০। আয়নটিতে আধান নিরপেক্ষ মৌলিক কণিকার সংখ্যা কত? উত্তর : ৩৫
১১। পরমাণুটিতে নিউট্রনের সংখ্যা কত?
উত্তর : ১২
১২। আয়রনের পারমাণবিক সংখ্যা কত?
উত্তর : ২৬


১৪। পরমাণুর সবচেয়ে হালকা কণিকার নাম কী?
উত্তর : ইলেকট্রন
১৫। ইলেকট্রনের প্রকৃত আধান কত?
উত্তর : কুলম্ব
১৭। নিউ ট্রনের আপেক্ষিক আধান কত?
উত্তর : ০
১৯। ফ্লোরিনের ভর সংখ্যা কত? উত্তর : ১৯
২০। CuSO4 এর আপেক্ষিক পারমাণবিক ভর কত?
উত্তর : ১৫৯.৫


২১। পারমাণবিক সংখ্যার অপর নাম কী?
উত্তর : প্রোটন সংখ্যা
২২। আইসোটোপ কাকে বলে?
উত্তর : একই মৌলের বিভিন্ন ভরের পরমাণুসমূহকে আইসোটোপ বলে।
২৩। এক লক্ষ হাইড্রোজেন পরমাণুর মধ্যে কয়টি ডিউটেরিয়াম পরমাণু থকে? উত্তর : ১৫টি


২৫। ডিউটেরিয়ামের ভর সংখ্যা কত?
উত্তর : ২
২৬। সালফিউরিক এসিডের আপেক্ষিক আণবিক ভর কত? উত্তর : ৯৮
২৭। অক্সিজেনের আপেক্ষিক আণবিক ভর কত?
উত্তর : ২৩


২৮। নাইট্রিক এসিডের আপেক্ষিক আণবিক ভর কত? উত্তর : ৬৩
২৯। ব্যাকটেরিয়াজনিত রোগ নির্ণয়ে পোলট্রি ফার্মে ব্যবহৃত হয় কোন আইসোটোপ?
উত্তর : 60Co
৩০। কোন আইসোটোপ থাইরয়েড গ্রন্থির কোষ-কলা বৃদ্ধি প্রতিহত করে? উত্তর : 131I
৩১। হাড়ের ব্যথার চিকিৎসায় কোন আইসোটোপ ব্যবহার করা হয়? উত্তর : 89Sr


৩২। হার্টে পেইসমেকার বসাতে কোন আইসোটোপ ব্যবহৃত হয়?
উত্তর : প্লুটোনিয়াম-২৩৮
৩৩। চিকিৎসা ও কৃষি উভয় ক্ষেত্রে ব্যবহৃত হয় কোন আইসোটোপ? উত্তর : 32P
৩৪। পৃথিবীর বয়স নির্ণয়ে কোন আইসোটোপ ব্যবহৃত হয়?
উত্তর : 14C
৩৫। ক্যান্সার কোষ কলাকে ধ্বংসের জন্য ব্যবহৃত হয় কোন আইসোটোপ?
উত্তর : 131I


৩৬। পৃথিবীর বয়স নির্ধারণে ব্যবহৃত কার্বনের আইসোটোপটিতে নিউ ট্রনের সংখ্যা কত?
উত্তর : ৮
৩৭। খাদ্য সংরক্ষণে ক্ষতিকর ব্যাকটেরিয়া ধ্বংস করা হয় কোন আইসোটোপ দ্বারা?
উত্তর : 60Co
৩৮। পোলট্রি ফার্মে কোন রশ্মি ব্যবহার করে ব্যাকটেরিয়া দমন করা হয়?
উত্তর : গামা রশ্মি


৩৯। নিউক্লিয়াসের ব্যাসার্ধ পরমাণুর ব্যাসার্ধের কত ভাগ?
উত্তর : এক লক্ষ ভাগের এক ভাগ
৪০। ভারী পানি ও পানিতে বিদ্যমান হাইড্রোজেন আইসোটোপের পারমাণবিক সংখ্যার অনুপাত কত?
উত্তর : ১ : ১

 


Comments