ইসলামী বিশ্ববিদ্যালয়ের ( ইবি) ভিসি প্রফেসর ড. রাশিদ আসকারী বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক মানে উন্নতি করতে রাষ্ট্রপতি অ্যাডভোকেট মো. আব্দুল হামিদ ও মিশরের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত শিহাব মীকির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

বৃহস্পতিবার সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের তথ্য প্রকাশনা ও জনসংযোগ অফিস বিষয়টি নিশ্চিত করেছেন।

তথ্য প্রকাশনা ও জন সংযোগ অফিসের সহকারী পরিচালক রাজিবুল ইসলাম বলেন, 'বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি নিয়ে বুধবার বিকেল ৩টায় বঙ্গভবনে মহামান্য রাষ্ট্রপতি অ্যাডভোকেট মো. আবদুল হামিদের সাহেবের সাথে ভিসি প্রফেসর ড. রাশিদ আসকারী সৌজন্য সাক্ষাৎ করেন।

 

এসময় উপস্থিত ছিলেন প্রফেসর ড. মো. শাহিনুর রহমান, ট্রেজারার প্রফেসর ড. মো. সেলিম তোহা এবং রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস. এম. আব্দুল লতিফ প্রমুখ।

 

এর আগে সকাল ১০টায় বাংলাদেশে নিযুক্ত মিশরের রাষ্ট্রদূত শিহাব মীকির সাথে মিশর আল-আযহার বিশ্ববিদ্যালয় থেকে ভিজিটিং প্রফেসর আনাসহ বিভিন্ন একাডেমিক বিষয় নিয়ে এসময় তাদের মধ্যে আলোচনা হয়।



এদিকে বৃহস্পতিবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশনের তিন সদস্যের একটি প্রতিনিধি দল বিশ্ববিদ্যালয়ে ৮টি নতুন বিভাগে খোলার বিষয়ে পর্যবেক্ষণ করেন। এসময় ভিসি প্রফেসর ড. রাশিদ আসকারীর সাথে একাডেমিক নানা বিষয়ে আলোচনা করেন বলে জানা যায়।



ভিসি প্রফেসর ড. রাশিদ আসকারী বলেন, 'আমরা বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক মানের করতে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। এরই ধারাবাহিকতায় একাডেমিক উন্নতি ও ভৌত অবকাঠামো উন্নতি করনের লক্ষ্যে প্রশাসন প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে।'

 


Comments