অনেক সময় দেখা যায়, কোনো বিষয়ে একটু দেরি হলেই আমরা অধৈর্য হয়ে পড়ি।
তবে বুদ্ধিমানরা মনে করেন, কোনো বিষয় না ঘটার চেয়ে দেরিতে ঘটাটা একধরনের মন্দের ভালো।
তেমনই একটি মন্দের ভালোর মতো ঘটেছে যুক্তরাষ্ট্রের ম্যাসাচুয়েটস পাবলিক লাইব্রেরিতে।
লাইব্রেরি থেকে বই ধার নিয়ে অনেকে ফেরতই দেয় না। কিন্তু এক ব্যক্তি ধার নেওয়া বইটি ফেরত দিয়েছে ঠিকই কিন্তু একটু দেরি হয়ে গেছে এই যা।
তবে বেশিদিন না, ৮১ বছর পূর্ণ হওয়ার আগেই বইটি লাইব্রেরিতে ফিরেছে।
আর দেরিতে হলেও বইটি ফিরে আসায় এই ঘটনাকে মন্দের ভালো হিসেবেই আখ্যায়িত করেছেন লাইব্রেরি কর্তৃপক্ষ। বইটি দেখে লাইব্রেরির কর্তৃপক্ষ অভিভূত।
এক্ষেত্রে লাইব্রেরি কর্তৃপক্ষের পাশাপাশি ভাগ্যবান বলতে যিনি বইটি ফেরত দিয়েছেন তাকেও।
কারণ দীর্ঘ ৮০ বছর বই ফেরত না দেওয়ার জরিমানা হিসেবে ২৮০০ ডলার জরিমানা হলেও তা থেকে মুক্তি পেয়েছেন তিনি।-এপি