জুলফিকার হাসান
৫ দিয়ে শেষ এরকম যে কোন সংখ্যার বর্গফল বের করুন মাত্র ৫ সেকেন্ডে ক্যালক্যুলেটর ছাড়া
অংক নিয়ে মজা করুন। তাহলে চাকুরী পরীক্ষায় খুব দ্রুত সঠিক উত্তর দিতে পারবেন।
এই পোস্টে আমরা দিচ্ছি ৫ দিয়ে শেষ এরকম যে কোন সংখ্যার বর্গফল বের করার কৌশল মাত্র ৫ সেকেন্ডে ক্যালক্যুলেটর ছাড়াই।
কৌশলঃ যে কোন একটি সংখ্যা নিন যার শেষ অংকটি ৫। পাচেঁর বর্গফল বের করুন এবং তা অবশ্যই ২৫ যা আপনার অবশ্যই জানা।
এবার ৫ বামপাশে যে অংকটি/সংখ্যাটি ছিল তার সাথে ১ যোগ করে সংখ্যাটিকে গুন করুন। এবার এই গুনফলটি ২৫ এর বামপাশে বসিয়ে দিন।
ব্যাস হয়ে গেল আপনার বর্গফল বের করা।
উদাহরনঃ ৬৫ এর বর্গফল বের করুন ৫ সেকেন্ডে ক্যালকুলেটর ছাড়া।
সমাধানঃ প্রথমে ৫ বর্গফল ২৫ বের করুন।
এবার বামপাশের ৬ এর সাথে ১ যোগ করুন যা (৬+১)= ৭ হবে
এবার ৬×৭ = ৪২ বের করুন।
২৫ এর বামপাশে ৪২ বসিয়ে দিন যা ৪২২৫ হবে।
দেখুন মাত্র ৫ সেকেন্ডেই ক্যালকুলেটর ছাড়াই বের হয়ে গেল ৬৫ এর বর্গফল ৪২২৫।
চাকুরীর পরীক্ষার জন্য কৌশলটি বারবার করুন।