চট্টগ্রামে পাহাড়ি এলাকায় একটি সুড়ঙ্গের সন্ধান পেয়েছেন স্থানীয় লোকজন।

আজ মঙ্গলবার সকালে মিরসরাই উপজেলার করেরহাট ইউনিয়নের দক্ষিণ অলিনগর গ্রামের একটি পাহাড়ে সুড়ঙ্গটির সন্ধান পাওয়া যায়।


১ নম্বর করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন বলেন, মঙ্গলবার ভোরে ভারী বৃষ্টিপাতের সময় গ্রামের দুল্লাছড়া নামক পাহাড়ের একাংশ ধসে পড়ে।

বৃষ্টির পানিতে কাদামাটি ধুয়ে গেলে পাথরের ভেতর তৈরি করা সুড়ঙ্গটি দেখতে পান এলাকাবাসী।

তিনি আরও বলেন, কিছুটা গোলাকৃতির সুড়ঙ্গটির ভেতরে প্রায় ১৫ ফুট পর্যন্ত প্রবেশ করা গেছে।

এরপর তিন দিকে চিকন আরও তিনটি ছোট সুড়ঙ্গ দেখা গেছে।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির বলেন, দক্ষিণ অলিনগরে একটি সুড়ঙ্গের সন্ধান পাওয়ার খবর পেয়ে আমরা ওই এলাকা পরিদর্শন করেছি।

ধারণা করছি, প্রাচীন কোনো প্রাণীর বাসস্থান ছিল এটি। এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই।

 


Comments