ভারতের উড়িষ্যার ভুবনেশ্বরের একটি বেসরকারি হাসপাতালে রোববার আহত এক অজগরের সিটি স্ক্যান করানো হয়েছে।

কিয়ানঝড় জেলার আনন্দপুর থেকে গুরুতর আহত অবস্থায় বার্মিজ অজগরটিকে উদ্ধার করে উড়িষ্যা কৃষি ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ওইউএটি) অধীনে থাকা ভেটেরিয়ান সায়েন্স কলেজে নিয়ে যান বন কর্মকর্তারা। পরে স্বেচ্ছাসেবী সংগঠন ‘স্নেইক হেল্পলাইন’-এর কাছে সাপটিকে তুলে দেন।


‘স্নেইক হেল্পলাইন’ এক প্রাইভেট ক্লিনিককে অনুরোধ করলে তারা সিটিস্ক্যান করাতে রাজি হয়।

কিন্তু তখন দেখা দেয় নতুন সমস্যা।

কারণ আট ফুট লম্বা সাপকে সিটিস্ক্যান করানো যাচ্ছিল না।

তারপর সাপটিকে বাইরে থেকে এনেসথেসিয়া দিয়ে নিয়ে আসা হয়।


চিকিৎসকরা সিদ্ধান্ত নেন ট্যাপ লাগিয়ে সাপের সিটিস্ক্যান করানোর।

সিটিস্ক্যান করার পর সাপের শরীরে অনেকগুলো আঘাতের চিহ্ন পাওয়া যায়। সাপটির মাথায় মারাত্মক আঘাতের চিহ্নও রয়েছে।
সূত্র: এনডিটিভি

 


Comments