ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) তিন বিভাগের পাঁচজন শিক্ষকের বিরুদ্ধে গবেষণা প্রবন্ধ চুরির অভিযোগ ওঠায় দুটি তদন্ত কমিটি করা হয়েছে।



বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের এক সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। একাধিক সিন্ডিকেট সদস্য এই তথ্য নিশ্চিত করেছেন।



এদিকে, সিন্ডিকেটে নিয়ম বহির্ভূতভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক এ জে এম শফিউল আলমকে সরানোর অভিযোগ উঠেছে।

যাদের বিরুদ্ধে গবেষণা প্রবন্ধ চৌর্যবৃত্তির অভিযোগ উঠেছে তারা হলেন- টুরিজ্যম ও হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া, একই বিভাগের সহকারী অধ্যাপক নুসরাত জাহান ও তার স্বামী একই বিভাগের সহকারী অধ্যাপক রুহুল আমিন, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক সামিয়া রহমান এবং অপরাধ বিজ্ঞান বিভাগের প্রভাষক মাহফুজুল হক মারজান।



এদিকে, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক শফিউল আলম ভূইয়াকে নিয়ম বহির্ভূতভাবে সরিয়ে সামাজিক বিজ্ঞান বিভাগের অধ্যাপক ও সাবেক তথ্য কমিশনার সাদেকা হালিমকে ডিন করার অভিযোগ উঠেছে।

বুধবার রাতে সিন্ডিকেটে এ সিদ্ধান্ত নেয়া হয়।

জানা যায়, গত ২ জুলাই ভারপ্রাপ্ত ডিন হিসেবে দায়িত্ব পান অধ্যাপক ড. শফিউল আলম ভূঁইয়া। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী ভারপ্রাপ্ত ডিনের মেয়াদ হবে তিন মাস অথবা ডিন নির্বাচন অনুষ্ঠিত না হওয়া পর্যন্ত।

বিশ্ববিদ্যালয়ের ফাস্ট স্টেটিউটের ১৭ এর দুই ধারা অনুসারে একবারই একজনকে ভারপ্রাপ্ত দেয়া যায়। শফিউল আলমের নিয়োগপত্রেও সেটা লেখা ছিল- নির্বাচিত ডিন না আসা পর্যন্ত তিনি ডিন থাকবেন।



এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।

 


Comments