অভিযান শেষে ফেরার পথে ভীমরুলের কামড়ে আহত হয়ে এক আসামি ও জয়পুরহাট র্যাবের চার সদস্য গুরুতর আহত হয়ে এখন হাসপাতালে।
মঙ্গলবার দুপুর ১২টার দিকে পার্শ্ববর্তী নওগাঁর ধামইরহাট উপজেলার রূপনারায়ণপুর গ্রাম থেকে নাজমুল হক (৩২) নামে এক আসামিকে আটকের পর জয়পুরহাট র্যাব ক্যাম্পে ফেরার পথে তারা ভীমরুলের আক্রমণের শিকার হন।
পরে তাদের জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত র্যাব সদস্যরা হলেন- আতোয়ার রহমান (৩৫), আবদুল আজিজ (৪১),আবু বক্কর (৩২) ও এমরান হোসেন (২৭)।
র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার একেএম এনামুল করিম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
জয়পুরহাট র্যাব ক্যাম্প ও হাসপাতাল সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে গোপন তথ্যের ভিত্তিতে জয়পুরহাট র্যাবের চার সদস্য দুটি মোটরসাইকেলযোগে নওগাঁর ধামইরহাটের রূপনারায়ণপুর গ্রামে আসামিকে আটক করতে যান।
আসামি নাজমুল হককে আটকের পর ওই গ্রাম থেকে তারা জয়পুরহাট ক্যাম্পে ফিরছিলেন। পথে হঠাৎ দমকা বাতাস ও বৃষ্টি শুরু হলে পড়ে যাওয়া একটি চাক থেকে (বাসা) ভীমরুলের দল ছুটে এসে তাদের আক্রমণ করে। খবর পেয়ে ক্যাম্প থেকে র্যাবের অপর একটি দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে নিয়ে ভর্তি করেন।
জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মোস্তাফিজুর রহমান জানান,দুপুর ১টার দিকে আসামিসহ ৪ র্যাব সদস্য ভীমরুলের কামড়ে আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের চিকিৎসা দেয়া হয়েছে। বর্তমানে তারা শংকামুক্ত।
র্যাব-৫ জয়পুরহাটের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার একেএম এনামুল করিম বলেন, আমি হাসপাতালে গিয়ে তাদের সঙ্গে দেখা করেছি। তারা এখন শংকামুক্ত।