বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার জন্য ৫৩ জন রোহিঙ্গা মুসলিমকে বৃত্তি দেবে তুরস্ক সরকার। সম্প্রতি এ ঘোষণা দিয়েছেন দেশটি উপ-প্রধানমন্ত্রী হাকান কাভুসোগলু।

তুর্কি বার্তা সংস্থা আনদলু এজেন্সি জানায়, তুরস্কের বিশ্ববিদ্যালয়ে যোগাযোগ, আইন, রাজনীতি ও মানববাধিকার বিষয়ে পড়াশোনার সুযোগ পাবে রোহিঙ্গা শিক্ষার্থীরা।

কাভুসোগলু জানান, এরই মধ্যে তুর্কি বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াশোনা করছে ১৫ রোহিঙ্গা শিক্ষার্থী।
তিনি আরও জানান, তুরস্ক এরই মধ্যে রোহিঙ্গাদের জন্য ১ হাজার টন খাদ্য সহায়তা পাঠিয়েছে। রোহিঙ্গাদের খাবার ও স্বাস্থ্য সুবিধা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এছাড়া কক্সবাজারে রোহিঙ্গাদের জন্য আবাসনের ব্যবস্থাও গড়ে তোলা হবে জানান তিনি। তিনি বলেন, ‘আমরা শরণার্থী শিবিরে ভ্রাম্যমাণ স্বাস্থ্য ক্লিনিক গড়ে তুলব।’


রাখাইন রাজ্যে ২৫ আগস্ট সহিংসতার পর মিয়ানমারের সেনাবাহিনীর নিধনযজ্ঞ থেকে বাঁচতে বাংলাশে লক্ষাধিক পালিয়ে আসে প্রায় পাঁচ লক্ষাধিক রোহিঙ্গা। হত্যার শিকার হয় কয়েক হাজার।

ইউএনএইচসিআর জানিয়েছে, এ মুহূর্তে বাংলাদেশে ৮ লাখেরও বেশি রোহিঙ্গা রয়েছে। কক্সবাজার ও কুতুপালংয়ে শরণার্থী শিবিরে আশ্রয় নিয়েছে রোহিঙ্গারা।

সাম্প্রতিক রোহিঙ্গা সংকটের শুরু থেকেই তুরস্ক বিভিন্নভাবে রোহিঙ্গাদের পাশে দাঁড়িয়েছে।

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোগান সম্প্রতি অনুষ্ঠিত জাতিসংঘের সাধারণ পরিষদের সম্মেলনে রোহিঙ্গা ইস্যুটি গুরুত্বের সঙ্গে উপস্থাপন করেন।

 


Comments