বলা হয়, রাজা রাজ্য শাসন করে আর রাজাকে শাসন করেন রানি।

পৃথিবীর বেশিরভাগ দেশেই স্বামীরা স্ত্রীর কথা শুনতে বাধ্য হয়।

এর মধ্য দিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে পারস্পরিক বোঝাপড়াও ভালো হয়।

তবে এদিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার এক স্বামী বউয়ের কথা অমান্য করে টিকিট কিনে বকাবকি খাওয়ার পরও এখন দারুণ খুশি।

প্রায়ই লটারির টিকিট কেনার জন্য বউয়ের বকা খেতে হয় হার্মেনিগিলদো বেলত্রান মেজাকে।

বউয়ের ভয়ে তিনি বাথরুমে গিয়ে টিকিটগুলো স্ক্র্যাচ করেন।

বারবার টিকেট কিনে ব্যর্থ হলেও শেষ পর্যন্ত এক মিলিয়ন ডলার জিতে দারুণ খুশি তিনি।

মজার বিষয় হলো, অমান্য করে লটারি কেনা সত্ত্বেও এবার আর কোন উচ্চবাচ্য করছেন না তার বউ।

ঐ দম্পতি জানিয়েছেন, এই টাকার একটা বড় অংশ তারা পেনশন হিসেবে রেখে দিতে চান। ইউপিআই

 


Comments