'বড় ছেলে' এখন কোটিপতি!

'বড় ছেলে'। এবারে পবিত্র ঈদুল আজহায় ছোট পর্দার সবচেয়ে জনপ্রিয় টেলিফিল্ম।

দেশের প্রায় সকল দর্শক-শ্রোতার কাছ থেকে প্রশংসা কুড়িয়েছে এটি। একই সঙ্গে ইউটিউবেও কোটির ক্লাবে ঢুকে গেছে টেলিছবিটি।

গত ৫ সেপ্টেম্বর ইউটিউবে মুক্তির পর আজ সোমবার সকাল পর্যন্ত এক কোটি ৩২ হাজার বার দেখা হয়েছে।
মিজানুর রহমান আরিয়ানের কাহিনী ও পরিচালনায় 'বড় ছেলে'-এর প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন অপূর্ব ও মেহজাবিন।

টেলিছবিটিতে পরিবারের দায়িত্ব পালনের কারণে পরিবারের বড় ছেলেকে কিভাবে বিসর্জন দিতে হয় সেটাকেই সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে।

তরুণ নাট্য নির্মাতা মিজানুর রহমান আরিয়ান।

কোরবানি ঈদে তার নির্মিত ‘বড় ছেলে’ ও ‘ব্যাচ ২৭ শেষ পর্ব’ টেলিছবি দুটো নিয়ে বেশ আলোচনায় এসেছে। নির্মাণের পাশাপাশি নাটকগুলো রচনাও করেছেন আরিয়ান।

‘বড় ছেলে’ নাটকটির স্ক্রিপ্ট বেশ সময় নিয়ে লিখেছি। অনেক কিছু চিন্তা ভাবনা করেই টেলিছবিটি লিখেছি। আমি আর কোনদিনই স্ক্রীপ্ট লিখার সময় কান্না করিনি, কিন্তু ‘বড় ছেলে’ টেলিফিল্মের স্ক্রিপ্ট লিখতে গিয়ে চোখ ভিজে গিয়েছিলো।

বড় ছেলে’ জন্মের গল্প জানতে চাইলে আরিয়ান বলেন, ‘আমার দাদা ছিলেন বড় ছেলে, আমার বাবা বড় ছেলে, আমিও পরিবারের বড় ছেলে। তবে আমাকে সংসারের টানাপোড়নের সম্মুখীন হতে হয়নি।

কিন্তু আমার টিচারকে দেখেছি পারিবারিক সমস্যার কথা বলে মাস শেষ হওয়ার আগে বেতন নিতে।

বন্ধুদের দেখেছি সংসারের যাবতীয় চিন্তা মাথায় নিয়ে চলতে। পরিচিতদের দেখেছি সংসার টানছে বলে ভালোবাসার মানুষকে বিয়ে করতে পারছে না। তার অন্যত্র বিয়ে হয়ে যাচ্ছে।

অনেকগুলো ঘটনাকে এক ফ্রেমে সাজানো। নির্দিষ্ট একজনের না বরং বিভিন্নজনের বিভিন্ন ঘটনা একত্রিত করেই দাঁড় করানো এই বড়ছেলে।’


আরিয়ান জানান, এবার তার পরিকল্পনা ছিল দুইটা নাটক বানাবেন। যেন একটা থেকে আরেকটা আলাদা হয়। বানালেন ‘ব্যাচ টুয়েন্টি সেভেন’। এটা অভিজাত শ্রেণির গল্প। ফলে আরেকটা নাটক বানাতে চাইলেন, যেটা হবে মধ্যবিত্তের গল্পে। সেই ভাবনা থেকেই বড় ছেলের জন্ম।

বড় ছেলের গল্প লেখা হলো। গল্পের সারাংশ পাঠালেন প্রডিউসারকে। প্রডিউসার সারাংশ পড়ে কান্না করে দিলেন। ইমোশনাল হয়ে হয়ে বললেন, ‘আরিয়ান এটা কী লিখছো?’

 


Comments