জীববিজ্ঞানঃ খাদ্য, পুষ্টি এবং পরিপাক

৫২। ডিমের প্রতি ১০০ গ্রামে কী পরিমাণ চর্বি থাকে?
উত্তর : ১৩.৩ গ্রাম
৫৩। একজন পূর্ণবয়স্ক পরিশ্রমী মহিলার প্রতিদিনের সুষম খাদ্য তালিকায় কত গ্রাম পরিমাণ দুধ থাকা দরকার?
উত্তর : ২০০ গ্রাম


৫৪। প্রতি ১০০ গ্রাম ইলিশ মাছে অমিষের পুষ্টিমান কত?
উত্তর : ২১.৮ গ্রাম
৫৫। দৈনিক কত গ্লাস পানি পান করা উচিত?
উত্তর : ৭-৮ গ্লাস
৫৬। চালে শতকরা কত ভাগ শর্করা থাকে?
উত্তর : ৭৯ ভাগ


৫৭। মসুর ডালে আমিষের পরিমাণ কত? উত্তর : ২৪.১%
৫৮। ১ গ্রাম চর্বি হতে কত ক্যালরি শক্তি পাওয়া যায়?
উত্তর : ৯ ক্যালরি
৫৯। আয়োডিনের অভাবে কোন গ্রন্থি ফুলে যায়?
উত্তর : থাইরয়েড


৬০। কোন ভিটামিনের অভাবে রিকেটস রোগ হয়?
উত্তর : ভিটামিন ডি


৬১। কোন ভিটামিনের অভাবে রক্তশূন্যতা রোগ হয়?
উত্তর : ভিটামিন-বি১২
৬২। গলগণ্ড রোগ কয় প্রকার? উত্তর : ২ প্রকার
৬৩। অতিমাত্রায় থাইরক্সিন হরমোন নিঃসরণের ফলে কী হয়? উত্তর : টক্সিক গলগণ্ড
৬৪। মৌলবিপাক শক্তি কাকে বলে?


উত্তর : বিশ্রামরত অবস্থায় যে শক্তি ব্যয় হয় তাকে মৌলবিপাক শক্তি বলে।
৬৫। ১৫ কিলোক্যালরি = কত জুল? উত্তর : ৬২,৭০০ জুল
৬৬। খাদ্য গ্রহণে আমাদের শরীর কত শতাংশ শক্তি পায়?
উত্তর : ১০-২০%


৬৭। আমাদের শরীরের কতভাগ শক্তির উৎপাদন বিএমআর নিয়ন্ত্রণ করে? উত্তর : ৬০-৭৫ ভাগ
৬৮। বিএমআর-এর পূর্ণনাম কী?
উত্তর : বেসাল মেটাবলিক রেট


৬৯। শিম-এ কত কিলোক্যালরি শক্তি আছে? উত্তর : ৯৬
৭০। মোটা হওয়ার প্রথম স্তরে বিএমআই-এর মান কত?
উত্তর : ৩০-৩৪.৯
৭১। বিএমআই-এর মান কত হলে সুস্বাস্থ্য নির্দেশ করে?
উত্তর : ১৮.৫-২৪.৯
৭২। বাণিজ্যিক রং কোন অঙ্গের কার্যকারিতা নষ্ট করে?
উত্তর : যকৃৎ


৭৩। মানুষের ছেদন দাঁত কয়টি? উত্তর : ৪টি
৭৪। মানুষের স্থায়ী দাঁত কয় ধরনের? উত্তর : ৪
৭৫। দুইজন মানুষের কয়টি প্রিমোলার দাঁত থাকে?
উত্তর : ১৬টি


৭৬। দাঁতের ডেন্টিনকে আবৃতকারী পাতলা আবরণের নাম কী? উত্তর : এনামেল
৭৭। অন্ত্রের প্রধান অংশ কয়টি? উত্তর : ২টি
৭৮। ভিলাস কাকে বলে?


উত্তর : ক্ষুদ্রান্ত্রের অন্তঃপ্রাচীরে অবস্থিত আঙুলের মতো প্রক্ষেপিত অংশকে ভিলাস বলে।
৭৯। মানবদেহের সবচেয়ে বড় গ্রন্থির নাম কী? উত্তর : যকৃৎ
৮০। ইউরিক এসিড কোথায় তৈরি হয়?
উত্তর : যকৃতে


বাংলাদেশ ও বিশ্বপরিচয়

১। কখন জাতীয় পার্টি গঠন করা হয়?
ক) ১৯৮৪ সালের ১ জানুয়ারি
খ) ১৯৮৫ সালের ১ জানুয়ারি
√গ) ১৯৮৬ সালের ১ জানুয়ারি
ঘ) ১৯৮৭ সালের ১ জানুয়ারি


২। প্রেসিডেন্ট এরশাদ কখন জাতীয় সংসদ নির্বাচনের আয়োজন করেন?
ক) ১৯৮৪ সালের ৭ মে খ) ১৯৮০ সালের ৭ মে
√গ) ১৯৮৬ সালের ৭ মে
ঘ) ১৯৮৭ সালের ৭ মে
৩। তৃতীয় জাতীয় সংসদ নির্বাচনে মোট কতটি দল অংশ গ্রহণ করে?
ক) ৮টি খ) ১৪টি গ) ২২টি √ঘ) ২৮টি


৪। কোন রাজনৈতিক দলটি জেনারেল এরশাদের অধীনে অনুষ্ঠিত সংসদ নির্বাচনে একবারও অংশ নেয়নি?
ক) আওয়ামী লীগ √খ) বিএনপি
গ) জাসদ ঘ) জামায়াতের ইসলামী
৫। ১৯৮৬ সালের ৭ মে জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি কতটি আসন পায়?
ক) ১৫০টি √খ) ১৫৩টি গ) ১৫৭টি ঘ) ১৭০টি


৬। ১৯৮৬ সালের ৭ মে জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ কতটি আসন লাভ করে?
ক) ৭০টি খ) ৭৫টি √গ) ৭৬টি ঘ) ৮০টি
৭। জেনারেল এরশাদের শাসনকালে কবে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়?
ক) ৭ মে ১৯৮৬ √খ) ১৫ অক্টোবর ১৯৮৬
গ) ২০ মে ১৯৮৭ ঘ) ৩ মার্চ ১৯৮৮


৮। জেনারেল এরশাদের শাসনামলে জাতীয় সংসদের কয়টি নির্বাচন হয়েছিল?
ক) ১টি √খ) ২টি গ) ৩টি ঘ) একটিও না
৯। ১৯৮৮ সালের ৩ মার্চ ভোটারবিহীন, দলবিহীন, সংসদ নির্বাচনে জাতীয় পার্টি কতটি আসন লাভ করে?
ক) ২৫০টি √খ) ২৫১টি
গ) ২৬০টি ঘ) ২৬৫টি


১০। কোন জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছিল?
ক) ১ম খ) ২য় গ) ৩য় √ঘ) ৪র্থ
১১। চতুর্থ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির পরে সর্বোচ্চ আসন পায় কারা?
√ক) স্বতন্ত্র প্রার্থীরা খ) জাসদ গ) ফ্রিডম পার্টি ঘ) বিএমপি


১২। জেনারেল √সেইন মুহম্মদ এরশাদের শাসনকালে দেশের কোন ক্ষেত্রে ব্যাপক উন্নতি হয়?
ক) শিক্ষাব্যবস্থার √খ) যোগাযোগ ব্যবস্থা
গ) কূটনৈতিক সম্পর্কের ঘ) কৃষি ক্ষেত্রে


১৩। জেনারেল √সেইন মুহম্মদ এরশাদ কত বছর দেশ শাসন করেছেন?
ক) ৫০ বছর খ) ৭ বছর √গ) ৯ বছর ঘ) ১১ বছর

 


Comments