বউ টানা প্রতিযোগিতা!

পৃথিবীতে কত মজার প্রতিযোগিতা যে আছে তার কোনো ইয়ত্তা নেই।

এবার জানা গেল, ঘাড়ে বউ টানা নিয়েও নাকি প্রতিযোগিতা হতে পারে। প্রতিযোগিতার নামও নেহায়েত মন্দ নয়; ‘উত্তর আমেরিকা বউ টানা প্রতিযোগিতা’।

প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের পাশাপাশি দর্শকদেরও উত্সাহের কমতি ছিল না।

নিয়ম অনুযায়ী, প্রতিযোগীদের নিজের বউকে কাঁধে করে দৌঁড়াতে হবে।

সবার আগে যিনি পৌঁছাতে পারবেন তিনিই বিজয়ী হবেন। বিজয়ী দম্পতির পুরস্কারের ক্ষেত্রেও রয়েছে মজার নিয়ম। ঐ দম্পতির মোট ওজনের পাঁচগুন ডলার পুরস্কার দেওয়া হবে।

অর্থাৎ দম্পতির মোট ওজন যতো বেশি হবে পুরস্কারও ততো বেশি।

এবছর এই প্রতিযোগিতায় বিজয়ী হয়েছেন জেক বার্নি এবং ক্রিস্টেন বার্নি দম্পতি।

তাদের মোট ওজন ১২৬ কেজি, পুরস্কার হিসেবে তাই তারা পেয়েছেন ৬৩০ ডলার, সাথে ১২ কেস বিয়ার।

আগের বছর এই প্রতিযোগিতায় দ্বিতীয় হয়েছিলেন বার্নি দম্পতি।-এপি

 


Comments