জ্ঞান ও অনুধাবনমুলক প্রশ্ন দ্বিতীয় অধ্যায়-কমিউনিকেশন সিস্টেম ও নেটওয়ার্কিং

প্রশ্ন:১৪. টুইস্টেড পেয়ার ক্যাবলের সুবিধা লিখ।

টুইস্টেড পেয়ার ক্যাবলের সুবিধা-

ইহা দামে সস্তা এটি সিস্টেমে ইনস্টল করা সহজ।

কম দুরত্বে ডেটা পাঠানোর জন্য কম ব্যয় বহুল পদ্ধতি ।

অ্যানালগ ও ডিজিটাল উভয় সিস্টেমে ব্যবহার করা যায়।

 

প্রশ্ন:১৫. টুইস্টেড পেয়ার ক্যাবলের অসুবিধা লিখ।

 

টুইস্টেড পেয়ার ক্যাবলের অসুবিধা-

ট্রান্সমিশন লস অপেক্ষাকৃত বেশি হয়।

গঠন পাতলা হওয়ায় সহজে ভেঙে যায়।

দূরত্ব বেড়ে গেলে ট্রান্সফারের হার কমে যায়।

 

প্রশ্ন:১৬. টুইস্টেড পেয়ার ক্যাবল কত প্রকার?

টুইস্টেড পেয়ার ক্যাবল ২ প্রকার-

শিলডেড টুইস্টেড পেয়ার ক্যাবল

আন শিলডেড টুইস্টেড পেয়ার ক্যাবল

 

প্রশ্ন:১৭. ফাইবার অপটিক ক্যাবল কী?

ফাইবার অপটিক ক্যাবল হলো কাঁচ অথবা প্লাস্টিক দ্বারা তৈরি এমন একটি আবদ্ধ মাধ্যম যার মধ্য দিয়ে আলো অনেক দূর পর্যন্ত পরিবহন করা যায়। ফাইবার অপটিক ক্যাবলের মধ্য দিয়ে ডেটা আদান প্রদান করা হয় আলোর গতিতে এবং আদান প্রদানের ক্ষেত্রে লেজার রশ্মি ব্যবহার করা হয়। শব্দ শক্তি অথবা অন্য কোন বৈদ্যুতিক শক্তিকে আলোক শক্তিতে রূপান্তর করার পর তা ফাইবার অপটিক ক্যাবলের মধ্য দিয়ে পাঠিয়ে দেয়া হয়। ফলে আলোর গতিতে ডেটা এক স্থান হতে অন্য স্থানে যায়।

 

প্রশ্ন:১৮. ফাইবার অপটিক ক্যাবলের গঠনে কয়টি অংশ থাকে?

ফাইবার অপটিক ক্যাবলের ৩ টি স্তর থাকে। যথা:

কোর

ক্লাডিং

জ্যাকেট

কোর : সবচেয়ে ভিতরের অংশকে কোর বলা হয়। এটি ডাই- ইলেকট্রিক পদার্থ দিয়ে তৈরি এক ধরনের আঁশ। কোরের ব্যাস ৮ থেকে ১০০ মাইক্রোন পর্যন্ত হয়ে থাকে।

 

ক্লাডিং : কোরকে আবদ্ধ করে থাকা কাঁচ বা প্লাস্টিকের দ্বারা তৈরি এক ধরনের আবরণ ক্লাডিং নামে পরিচিত। কোরের প্রতিসারাংক ক্লাডিংয়ের প্রতিসারাংকের চেয়ে বেশী থাকে।

 

জ্যাকেট: বাইরের আবরণকে জ্যাকেট বলে। এটি প্লাস্টিক বা বিভিন্ন ধাতুর দ্বারা তৈরি যা ফাইবারকে জলীয়বাষ্প, ঘর্ষণ এবং চাপজনিত আঘাত থেকে রক্ষা করে।

 


Comments