|
Oct 12,2017
শিক্ষিকার প্রহারে ১০শিক্ষার্থী আহত
বদলগাছীতে এক স্কুল শিক্ষিকার প্রহারে ১০শিক্ষার্থী আহত হয়েছে।
আহতদের মধ্যে ৭জন শিক্ষার্থী বৃহস্পতিবার ৫ম শ্রেণির মডেল টেস্ট পরীক্ষায় অংশ গ্রহণ করলেও গুরুতর আহত ৩জন অংশ গ্রহণ করতে পারেনি।
উপজেলার গয়েশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বুধবার স্কুল চলাকালীন সময়ে ঘটনাটি ঘটেছে।
ওই শিক্ষিকার নাম নাদিরা আক্তার।
বৃহস্পতিবার উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে শিক্ষার্থীদের এক অভিভাবক ছারোয়ার জাহান চৌধুরী লিখিত অভিযোগের ভিত্তিতে ওই শিক্ষিকাকে বাধ্যতামূলক ছুটি দেয়া হয়েছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ছানাউল হাবিব জানান, উক্ত ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছেন।
আহত ৩জন শিক্ষার্থীর বিশেষ ব্যবস্থায় মডেল টেস্ট পরীক্ষা নেওয়া হবে।
ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে এলাকাবাসী ও অভিবাবকেরা।