দক্ষিণ এশিয়ার বাংলাদেশ, ভারত এবং পাকিস্তানে লুডু খেলা বেশ জনপ্রিয়। যদিও এখনকার যান্ত্রিক বসে লুডু খেলার অবসর সেভাবে পাওয়া যায় না। কিন্তু এখনও অনেকে এই খেলার নাম শুনলেই নস্টালজিক হয়ে পড়েন। অনেকেরই শৈশব-কৈশোরের রয়েছে লুডু নিয়ে আনন্দের অভিজ্ঞতা।
বাংলাদেশে হঠাৎ করেই গেমটি এত জনপ্রিয় হওয়ার পেছনেও এই ‘নস্টালজিয়া’ কাজ করেছে বলে জানিয়েছেন গেমটি খেলছেন এমন বেশ ক’জন।
প্লে স্টোরে এর আগেও লুডু অ্যাপটি ছিল কিন্তু একটিও এই নতুন ‘লুডু স্টার’-এর মতো জনপ্রিয়তা পায়নি। মাত্র কয়েক মাস আগে উন্মুক্ত হওয়া এ গেমটি আগস্ট পর্যন্ত গুগল প্লে স্টোর থেকে ৫০ লাখবার ডাউনলোড হয়েছে এবং একদিনে সর্বোচ্চ ২৮ হাজার ডাউনলোড হওয়ার রেকর্ডও রয়েছে।
ভারতীয় গেম ডেভেলপারস প্রতিষ্ঠান ‘গেমবেরি ল্যাবস’ এই ‘লুডু স্টার’ গেমটি তৈরি করে এবং এটিতে মূল লুডু বোর্ড গেমের মতোই উত্তেজনা রয়েছে।
কেননা এ গেমটিতে রয়েছে আসল বোর্ড গেমের মতোই সিঙ্গেল ডাইস, ছক্কা এবং রঙিন ঘর। খুব সহজে বন্ধুদের সঙ্গে যুক্ত হয়ে খেলা যায় অ্যাপটিতে। এখানে খেলায় জিতলে কয়েন জমা হয়।
এই কয়েন দিয়ে লুডু স্টারে আপনার র্যাংকিং বাড়বে এবং বিভিন্ন লীগ খেলতে পারবেন। আর হেরে গিয়ে কয়েন হারাতে হবে। তবে বিজ্ঞাপন ভিডিও দেখে কিছু কয়েন সংগ্রহ করে আবার খেলা যায়।
তবে সাধারণ লুডু খেলার চেয়ে এ গেমটিতে কয়েকটি বাড়তি ফিচার আছে।
যেমন- গুটি চূড়ান্ত ঘরে পৌঁছালে বা প্রতিদ্বন্দ্বীর গুটি কাটলে বোনাস হিসেবে একটি বাড়তি চাল দেয়া যায়।
লুডু বিভিন্ন প্রকার হয়ে থাকে। যে সব লুডু খেলার প্রচলন বাংলাদেশে দেখা যায় তা হল : ঘর লুডু, সাপ লুডু এবং পৃথিবী ভ্রমণ লুডু।
লুডু খেলায় প্রতিটি প্রতিযোগীর সাধারণত চারটি করে গুটি থাকে এবং প্রতিটি খেলোয়াড় একটি নির্দিষ্ট ঘর দখল করে।
যে প্রতিযোগী ডাইস চেলে প্রথম ছক্কা ফেলতে পারে সে-ই তার ঘর থেকে গুটি বের করে যাত্রা শুরু করতে পারে। প্রতিটি প্রতিযোগীকে এভাবে তাদের গুটিগুলোকে ঘর থেকে বের হয়ে পুরো ছক অতিক্রম ‘পাকাতে’ হয়। সবার আগে যার সব গুটি নির্দিষ্ট ঘরে পৌঁছায় সে বিজয়ী হয়।
আইওএস এবং অ্যান্ড্রয়েডে এই ‘লুডু স্টার’ গেমটি পাওয়া যাবে এবং এটি আপনাকে আপনার ফেসবুক প্রোফাইল ব্যবহার করে খেলতে দেয়। গেমার চাইলে গেস্ট মোডেও খেলতে পারেন।
তবে এই খেলার খুবই মজার একটি ফিচার হচ্ছে, ডাইসে ওঠা নম্বর পছন্দ না হলে পুনরায় চাল দেয়ার সুবিধা রয়েছে। তবে তা বোনাসের ওপর ভিত্তি করে ও সীমিত চালের জন্য।
গেমটি ব্যবহারকারীদের মধ্যে খুবই জনপ্রিয়তার সৃষ্টি করেছে, বিশেষ করে ফেসবুক ব্যবহারকারীদের মধ্যে।
গেমটি ডাউনলোড করা যাবে https://play.google.com/store/apps/details?id=com.superking.ludo.star¨l=en