বয়স সবে ২৫। এ বয়সেই অস্ট্রেলিয়ার গোল্ড কোস্টের এ নারী ভ্রমণ করে বেড়াচ্ছেন বিশ্বের নানা স্থানে।

আর তার সে ভ্রমণের ছবি ও বর্ণনা ইনস্টাগ্রামে পোস্ট করে বিশাল অংকের অর্থ উপার্জন করছেন।


শুধু ইনস্টাগ্রাম পোস্ট করেই তাঁর এত রোজগার। বিষয়টি অনেকের কাছেই অবাক করার মতো। তবে কোনো সাধারণ পোস্ট নয়, ইনস্টাগ্রামে ভ্রমণের অসাধারণ সব পোস্ট দেন তিনি। আর এজন্য তার গোপন কিছু কৌশলও আছে। কৌশলগুলো সম্প্রতি তিনি প্রকাশ করেছেন ফিমেইল ম্যাগাজিনে।

ইনস্টাগ্রামে তিনি অনেকটা ব্লগিং স্টাইলেই পোস্টগুলো করেন। আর এসব পোস্টের জন্য তিনি স্পন্সর জোগাড় করেছেন বিশ্বখ্যাত ক্যাননকে। ব্যবহার করছেন ক্যাননের ৫ডি মার্ক টু ক্যামেরা।

বিভিন্ন স্থানের ছবি পোস্ট করেই এ অর্থ আসে না। তিনি বলেন, এজন্য তাকে বহু চিন্তাভাবনা করতে হয়। কিভাবে ছবি তুলতে হবে, কিভাবে তা উপস্থাপন করতে হবে এসব বিষয় নিয়ে দীর্ঘক্ষণ তিনি লেগে থাকেন।

এরপর ছবিগুলো স্মার্টফোনের অ্যাপ ব্যবহার করে এডিট করেন। পোস্ট করার পর তার ফলোয়াররাও হামলে পড়েন অসাধারণ ছবিগুলোর ওপর। ফলে বিজ্ঞাপন থেকে আয়ও মন্দ হয় না।

 


Comments