১। বান্দুং কোথায় অবস্থিত?
ক. মালয়েশিয়া খ. ইন্দোনেশিয়া
গ. ভিয়েতনাম ঘ. থাইল্যান্ড


২। OPEC-ভুক্ত দেশ কয়টি?
ক. ১০টি খ. ১২টি গ. ১১টি ঘ. ১৩টি
৩। কোনটি নিশীর্থ সূর্যের দেশ নামে পরিচিত?
ক. নরওয়ে খ. জাপান
গ. সুইজারল্যান্ড ঘ. সুইডেন


৪. Green Peace হলো-
ক. জাতীয়তাবাদী সংগঠন খ. রাজনৈতিক সংগঠন
গ. মানবতাবাদী সংগঠন ঘ. পরিবেশবাদী সংগঠন
৫. কোন দেশের মহিলারা সর্বপ্রথম ভোটাধিকার লাভ করে?
ক. মার্কিন যুক্তরাষ্ট্র খ. নিউজিল্যান্ড
গ. বাহাম ঘ. সুইজারল্যান্ড


৬. সূর্যোদয়ের দেশ বলা হয় কোন দেশকে?
ক. নরওয়ে খ. অস্ট্রেলিয়া গ. কানাডা ঘ. জাপান
৭. শিল্প বিপ্লব সর্বপ্রথম কোথায় শুরু হয়?
ক. ইংল্যান্ড খ. ফ্রান্স গ. চীন ঘ. জাপান


৮. জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সদস্য কত ছিল?
ক. ২০টি খ. ৪৪টি গ. ৫১টি ঘ. ৪৮টি
৯. ‘তাস’ কোন দেশের সংবাদ সংস্থা?
ক. রাশিয়া খ. চীন গ. পাকিস্তান ঘ. ভারত


১০. প্রতি বছর কোন তারিখে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়?
ক. ৫ জুন খ. ৭ জুলাই গ. ৩০ জুন ঘ. ২৫ আগস্ট
১১. প্রশান্ত মহাসাগরের গভীরতম খাদ-
ক. মারিয়ানা ট্রেঞ্চ খ. সুন্দা ট্রেঞ্চ
গ. ম্যাতপান ট্রেঞ্চ ঘ. পোয়েটরিকা ট্রেঞ্চ


১২. লাইবেরিয়ার রাজধানীর নাম-
ক. অটোয়া খ. মনরোভিয়া
গ. মরোনি ঘ. লাইবেরিয়া সিটি
১৩. বাংলাদেশের উত্তরে কোনটির অবস্থান?
ক. মিজোরাম খ. ত্রিপুরা
গ. কলকাতা ঘ. মেঘালয়


১৪. কিটো কোন দেশের রাজধানী?
ক. পেরু খ. ইকুয়েডর
গ. ইরাক ঘ. আর্জেন্টিনা
১৫. রাজবংশী আদিবাসীর বাস কোথায়?
ক. রংপুর খ. রাঙ্গামাটি গ. রাজশাহী ঘ. বগুড়া


১৬. বাংলাদেশের বিশেষায়িত কৃষি ব্যাংক কয়টি?
ক. ২টি খ. ৩টি গ. ৪টি ঘ. ৫টি
১৭. চিরবসন্তের শহর?
ক. কিটো খ. রোম গ. কায়রো ঘ. রিয়াদ


১৮. ফারাক্কা বাঁধ চালু হয় কত সালে?
ক. ১৯৭২ সালে খ. ১৯৭৫ সালে গ. ১৯৭৬ সালে ঘ. ১৯৭৮ সালে
১৯. রাষ্ট্রীয় সমুদ্রসীমা কত নটিক্যাল মাইল?
ক. ১০ খ. ১২ গ. ১৫ ঘ. ১৯


২০. বান্দাহআচেহ কোথায় অবস্থিত?
ক. ইন্দোনেশিয়া খ. ভারত গ.নামিবিয়া ঘ. ব্রাজিল
২১. ‘Freedom From Fear’ গ্রন্থের লেখক কে?
ক. আবুল কালাম খ. বারাক ওবামা
গ. জন কেরি ঘ. অং সান সু চি


২২. ঘোষিত পরমাণু অস্ত্রধারী দেশ?
ক. ৬টি খ. ৭টি গ. ৮টি ঘ. ১০টি


উত্তর : ১. খ ২. খ ৩. ক ৪. ঘ ৫. খ ৬. ঘ ৭. ক ৮. গ ৯. ক ১০. ক ১১. ক ১২. খ ১৩.ঘ ১৪.খ ১৫.ক ১৬.খ ১৭.ক ১৮.গ ১৯.খ ২০.ক ২১.ঘ ২২.গ

 


Comments