পদার্থবিজ্ঞানঃ পদার্থের অবস্থা ও চাপ
01. বস্তুর ভাসন ও নিমজ্জনের ক্ষেত্রে কয়টি অবস্থার সৃষ্টি হতে পারে?
উত্তর : ৩টি।
02. বস্তুর ওজন তরলের প্লবতার চেয়ে বেশি হলে কোনটি ঘটবে?
উত্তর : তরলে সম্পূর্ণ ডুবে যাবে।
03. বস্তুর ওজনের চেয়ে বস্তুটি দ্বারা অপসারিত তরলের ওজন বেশি হলে বস্তুটি ওই তরলে কী অবস্থায় থাকবে?
উত্তর : ভেসে থাকবে।
04. বস্তুর ঘনত্ব তরলের ঘনত্বের চেয়ে বেশি হলে কোনটি ঘটবে?
উত্তর : তরলে ডুবে যাবে।
05. বস্তুর ঘনত্ব তরলের ঘনত্বের চেয়ে কম হলে কোনটি ঘটবে?
উত্তর : তরলে ভেসে থাকবে।
06. বস্তুর ওজন w এবং চাপজনিত লব্ধি w1 হলে কোন ক্ষেত্রে বস্তু তরলে ডুববে? উত্তর : w > w1
07. কোনো বস্তুর নিম্নমুখী বল কম এবং ঊর্ধ্বমুখী বল বেশি হয় তা হলে কোনটি ঘটবে?
উত্তর : বস্তুটি ভেসে উঠবে।
08. যে পদার্থ প্রবাহিত হয় বা হতে পারে তাকে কী বলে?
উত্তর : প্রবাহী।
09. কোনো বস্তুকে স্থির তরলে নিমজ্জিত করলে বস্তু ওপরের দিকে যে লব্ধি বল অনুভব করে তাকে কী বলে?
উত্তর : প্লবতা।
10. প্লবতার মান বস্তুর নিমজ্জিত অংশ কর্তৃক অপসারিত প্রবাহীর কীসের সঙ্গে সম্পর্কিত?
উত্তর : ওজনের সমান।
11. তরলের মধ্যে কোনো কঠিন বস্তুকে নিমজ্জিত করলে বস্তুর প্রতি বিন্দুতে কী অনুভূত হবে?
উত্তর : সর্বমুখী বল।
12. তরল পদার্থে কোনো বস্তু নিমজ্জিত করলে বস্তুর ওজন কমার কারণ কী?
উত্তর : প্লবতা।