ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেপরোয়া গতিতে চালানো একটি বহিরাগত প্রাইভেটকারের ধাক্কায় পা ভেঙে গেছে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের পুত্র আশিক খানের।

শুক্রবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের সামনে এ ঘটনা ঘটে। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতলে ভর্তি করা হয়।

এদিকে প্রাইভেটকারটিকে আটক করে শাহবাগ থানায় নিয়ে যায় পুলিশ।

ঢাকা মেডিকেল সূত্র জানায়, দূর্ঘটনায় আহত আশিকের বাম পা ক্ষতিগ্রস্ত হয়েছে। আশিক খান রাজধানীর হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজের শিক্ষার্থী।

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক ড. এম আমজাদ আলী বলেন, ‘বহিরাগত একটি প্রাইভেটকারের ধাক্কায় দুর্ঘটনাটি ঘটে। ওই গাড়িটি আটক করে থানায় নেয়া হয়েছে।’

এদিকে বহিরাগত প্রাইভেটকারের ধাক্কায় উপাচার্যপুত্র’র আহত হওয়ার ঘটনা ক্যাম্পাসে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

ক্যাম্পাসে বহিরাগত যানবাহন নিষিদ্ধ অথবা নিয়ন্ত্রণে শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি আরও জোরালো হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমেও শিক্ষার্থীরা প্রশাসনকে এ বিষয়ে পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাচ্ছেন।

এ বিষয়ে ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক ড. এম আমজাদ আলী  বলেন, ‘শিক্ষার্থীদের দাবি অযৌক্তিক নয়।

তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের পূর্বে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অনেক কিছুই ভাবতে হয়। ব্যক্তিগতভাবে বিষয়টি নিয়ে আমি উপাচার্য স্যারের সঙ্গে কথা বলবো।’

 


Comments