ভারতে নির্বাসিত নোবেলজয়ী তিব্বতী ধর্মগুরু দালাই লামা বলেছেন, সন্ত্রাসবাদীদের কোনও ধর্ম হয়না। বিশ্বের কোথাও কোনও সন্ত্রাসবাদী হামলা হলেই, ইসলাম ধর্মালম্বীদের কথা উঠে আসে।

কিন্তু সেটা আমাদের সঙ্কট আরও বাড়িয়ে তোলে।

ভারতের উত্তর-পূর্বের রাজ্য মণিপুরে তিন দিনের সফরে গিয়ে বুধবার একটি অনুষ্ঠানে এমনই বক্তব্য রাখেন তিব্বতী ধর্মগুরু দালাই লামা।

সন্ত্রাসবাদের সঙ্গে কোনও ধর্মের কোনও যোগ নেই বলে মন্তব্য করেন নোবেলজয়ী ধর্মগুরু মার্কিন যুক্তরাষ্ট্র সম্পর্কেও বিষোদগার করেছেন।

বিশেষত তাঁর নিশানায় ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অশান্তি, হিংসা কোনও সমস্যার সমাধান হতে পারে না বলেও মন্তব্য তাঁর।

এক হাজারের বছরেরও বেশি সময় ধরে অহিংসার ঐতিহ্য বহন করে চলেছে ভারত। গোটা বিশ্বে সেই বার্তা ভারতকে আবারও ছড়িয়ে দিতে হবে বলে পরামর্শ দিয়েছেন তিনি।

বিশ্বের সমস্ত রাজনৈতিক সঙ্কটই আলোচনার মাধ্যমে মেটানো সম্ভব বলে মনে করেন তিনি। দালাই লামা বলেন, ধর্ম নিয়ে সাম্প্রদায়িকতা, মানব সভ্যতাকেই পিছিয়ে দেয়। করুণা, সহ্যক্ষমতা মানসিক উন্নয়ন ঘটায়। ভারতই বৈচিত্র্যের মধ্যে ঐক্য নিয়ে বিশ্বকে পথ দেখাতে পারে।

তিনি আরও বলেন, প্রাচীন ভারতীয় ভাবনার দূত হিসেবেই নিজেকে দেখেন তিনি। অহিংসা, শান্তি ও ধর্মনিরপেক্ষতার নীতি প্রচারই তাঁর লক্ষ্য।

 


Comments