জীবে পরিবহন

০১। প্রোটোপ্লাজমের শতকরা কত ভাগ পানি? উত্তর : ৯০%
০২। কাঠ দীর্ঘদিন পানির সংস্পর্শে থাকলে ফুলে ওঠার কারণ কী?
উত্তর : ইমবাইবিশন


০৩। কীসের অভাবে পত্ররন্ধ্র উন্মুক্ত হয়?
উত্তর : সূর্যালোক
০৪। বর্ষাকালে ঘরের দরজা আটকানো কষ্টকর হয় কীসের জন্য?
উত্তর : ইমবাইবিশন
০৫। প্রোটোপ্লাজমের মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে কী থাকে?
উত্তর : পানি


০৬। কোষপ্রাচীর ও প্রোটোপ্লাজম কলয়েডধর্মী হওয়ায় কোন প্রক্রিয়ায় পানি শোষণ করে স্ফীত হয়?
উত্তর : ইমবাইবিশন
০৭। ব্যাপন কাকে বলে?
উত্তর : যে প্রক্রিয়ার মাধ্যমে কোনো দ্রব্যের অণু বেশি ঘনত্বের এলাকা থেকে কম ঘনত্বের এলাকায় ছড়িয়ে পড়ে তাকে ব্যাপন বলে।


০৮। অভিস্রবণ প্রক্রিয়া ঘটতে হলে দুটি ভিন্ন ঘনত্বের দ্রবণকে কী দ্বারা পৃথক করতে হবে?
উত্তর : বৈষম্যভেদ্য পর্দা
০৯। ব্যাপন কোন ধরনের প্রক্রিয়া?
উত্তর : জৈব প্রক্রিয়া


১০। অভিস্রবণ সিলেকটিভলি ভেদ্য পর্দার মধ্যে দিয়ে কোন পদার্থ স্থানান্তরিত হয়? উত্তর : দ্রাবক
১১। উদ্ভিদে গ্যাস বিনিময় ঘটে কীসের সাহায্যে? উত্তর : ব্যাপন


১২। ব্যাপন কোন চাপের ফলে ঘটে?
উত্তর : ব্যাপন চাপ
১৩। জীবদেহের ভৌত ভিত্তি কী?
উত্তর : প্রোটোপ্লাজম


১৪। উদ্ভিদ সালোকসংশ্লেষণের জন্য প্রয়োজনীয় উপাদান CO2 বায়ু থেকে কোন প্রক্রিয়ায় গ্রহণ করে?
উত্তর : ব্যাপন
১৫। বীজে অঙ্কুরোদগমের সাফল্য নির্ভর করে কোন প্রক্রিয়ার ওপর?
উত্তর : অভিস্রবণ


১৬। কোন প্রক্রিয়া পত্ররন্ধ্র বন্ধ ও খোলা হওয়া নিয়ন্ত্রণ করে?

উত্তর : প্রস্বেদন


১৭। অভিস্রবণ প্রক্রিয়ায় বৈষম্যভেদ্য পর্দার মধ্যে দিয়ে কী যাতায়াত করে?
উত্তর : দ্রাবক

 


Comments