বিনা পরিশ্রমে অল্প সময়ের মধ্যে বেশি টাকা রোজগারের জন্য অনেকেই ডাকাতির মতো ঝুঁকিপূর্ণ পথ বেছে নেয়।

তবে এদিন যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসে দুই কিশোর একটি দোকানে ডাকাতি করতে গিয়ে যা করল তা রীতিমতো অবিশ্বাস্য।

একটি ছুরি নিয়ে ডাকাতি করতে যায় ঐ দুই কিশোর। ব্রুকটন মার্কেট নামের একটি দোকানে ঢুকে তারা দোকানের ক্যাশিয়ারের সামনে একটি ছুরি ধরে মাত্র এক ডলার দাবি করে।

ক্যাশিয়ার বিনা বাক্যে এক ডলার বের করে দেন।

কাঙ্খিত ডলার পাওয়া মাত্র দ্রুত দোকান থেকে কেটে পড়ে তারা।

এই ধরনের ডাকাতির ক্ষেত্রে সাধারণত ক্যাশিয়ারকে ক্যাশ বাক্স ফাঁকা করে সব টাকা তুলে দিতে বলে ডাকাতরা।

তবে ঐ দুই কিশোর খুব বেশি কিছু দাবি না করে এক ডলারেই সন্তুষ্ট ছিল। হিস্পানিক ঐ দুই কিশোরের বয়স ১৫ থেকে ১৮ বছরের মধ্যে।

এই ঘটনায় পুলিশের কাছে অভিযোগ করা হলেও এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।-এপি

 


Comments