বৈরী আবহাওয়ার কারণে শিমুলিয়া-মাঝির ঘাট-কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি ও লঞ্চসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ রয়েছে।
এরফলে শরীয়তপুর, মাদারীপুর সহ দক্ষিনাঞ্চলের সাথে ঢাকার যোগাযোগ ব্যাহত হচ্ছে। দুইপারেই পাড়াপাড়ের অপেক্ষায় আটকে পড়েছে যাত্রীসাধারন, বাস ও পন্য পরিবহনের গাড়ী।
শনিবার ভোর ছয়টা থেকে বৈরী আবহাওয়ায় ভারী বৃষ্টি ও ঝড়ো বাতাসের কারণে দুর্ঘটনা এড়াতে এ রুটে সব ধরনের নৌযান চলাচল বন্ধ করে দেয় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।
বিআইডব্লিউটিএর বাণিজ্য কর্মকর্তা আশিকুজ্জামান বলেন, নিম্নচাপের কারণে সব সমুদ্র বন্দরে ৩নং স্থানীয় সতর্ক সংকেত অব্যাহত রয়েছে।
সারা দেশে বিরাজ করছে বৈরী আবহাওয়া। নিম্নচাপের ভারী বর্ষণ ও ঝড়ো বাতাসের কারনে শিমুলিয়া-মাঝিরঘাট-কাঁঠালবাড়ি নৌরুটও বন্ধ রয়েছে।
এ কারণে ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ রয়েছে বলে জানান তিনি।
মাওয়া ঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সুরোজিত ঘোষ বলেন, বৈরি আবহাওয়ার কারণে শনিবার ভোর থেকে এ এলাকার সব ঘাটে ফেরি ও লঞ্চ বন্ধ রয়েছে।
ঝড়ো বাতাসের কারণে মাওয়া ঘাটের এক নম্বর পল্টুন সরে গেছে বলেও জানান তিনি।
সুরজিত ঘোষ বলেন, ফেরি চলাচল বন্ধ থাকায় শিমুলিয়া-কাঁঠালবাড়িতে কয়েক শ' যানবাহন আটকা পড়েছে।
এতে দুর্ভোগে পড়েছেন দক্ষিণাঞ্চলের কয়েক হাজার যাত্রী।