বেশ কয়েক বছর আগে অস্ট্রেলিয়ার মরুভূমিতে হঠাৎ খুঁজে পাওয়া গিয়েছিল একটি প্রাচীন গ্রন্থ।

প্রথমে এটিকে মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ কোরআন মনে করে সংরক্ষণ করা হচ্ছিল।

খবর পেয়ে অস্ট্রেলিয়ান-বাংলাদেশি গবেষক ড: সামিয়া খাতুন ঘটনাস্থলে যান।

তিনি নিশ্চিত হন, বইটি আসলে বাংলা ভাষায় লেখা শত বছরেরও আগের একটি পুঁথি।

এই বইয়ের সূত্র ধরে সামিয়া অস্ট্রেলিয়ায় তৎকালীন বাংলা এবং ভারতবর্ষ থেকে মানুষের অভিবাসনের চমকপ্রদ এক ইতিহাসের সন্ধান পেয়েছেন।

এ নিয়ে শীঘ্র সামিয়ার একটি বই প্রকাশিত হতে যাচ্ছে লন্ডন থেকে।

সামিয়া তার গবেষণায় জানান, কর্মসূত্রে অস্ট্রেলিয়ায় যাওয়া বাঙালি অভিবাসীদের মধ্যেও পুঁথিপাঠের চল ছিল।

ওই বইয়ে যে বাংলা কবিতাগুলো রয়েছে সেগুলো গান করে অন্যদের পড়ে শোনানো হত- যেমনটা প্রাচীনকালে পুঁথিপাঠের ধারা ছিল। সূত্র : বিবিসি

 


Comments