ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) চতুর্থ সমাবর্তনের রেজিস্ট্রেশন শুরু হচ্ছে আজ। চলবে আগামী ১৫ নভেম্বর পর্যন্ত। বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার অফিস সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন।

বিশ্ববিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ বলেন, ‘ইসলামী বিশ্ববিদ্যালয়ের সর্ববৃহত্ ও সফল সমাবর্তন করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে।

সমাবর্তনে বিশ্ববিদ্যালয়ের অনার্স (সম্মান) ১৯৯৬-৯৭ শিক্ষাবর্ষ থেকে ২০১১-১২ শিক্ষাবর্ষ পর্যন্ত এবং মাস্টার্স ১৯৯৮-৯৯ শিক্ষাবর্ষ থেকে ২০১৪-১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা রেজিস্ট্রেশন করতে পারবে।

এছাড়া বিশ্ববিদ্যালয়ের ২৩৬ তম সিন্ডিকেট সভা পর্যন্ত অনুমোদিত এমফিল এবং পিএইচডি ডিগ্রি প্রাপ্তরাও রেজিস্ট্রেশন করতে পারবে।

রেজিস্ট্রেশন ফ্রি অগ্রণী ব্যাংক লিমিটেড, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার ডাচ্ বাংলা মোবাইল ব্যাংকিং (রকেট), সিওরক্যাশ ও মাইক্যাশের মাধ্যমে জমা দেওয়া যাবে।

এক্ষেত্রে একটি সনদের জন্য আবেদনকারীদের তিন হাজার টাকা, দুটি সনদের জন্য তিন হাজার ৫০০ টাকা এবং দুইয়ের অধিক সনদের জন্য চার হাজার টাকা পরিশোধ করতে হবে।

সমাবর্তন সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (iu.ac.bd/convocation) থেকে বিস্তারিত জানা যাবে।

 


Comments