জ. হাসান
|
Oct 24,2017
‘সি-মি-উই-৪’ সাবমেরিন ক্যাবলের বাংলাদেশ ব্রাঞ্চ অংশে রিপিটার প্রতিস্থাপনের কাজ ২৩ অক্টোবরের পরিবর্তে ২৪ অক্টোবর শুরু হবে।
এ কাজের জন্য আনুমানিক ৩/৪ দিন ‘সি-মি-উই-৪’ সাবমেরিন ক্যাবলের বাংলাদেশ অংশে বিএসসিসিএল এর সকল সার্কিট বন্ধ থাকবে।
আজ সোমবার ডাক ও টেলিযোগাযোগ বিভাগের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ইতোমধ্যে ‘সি-মি-উই-৫’ সাবমেরিন ক্যাবলের মাধ্যমে সার্ভিস চালু হওয়ায় এবং আইটিসি অপারেটর সমূহের মাধ্যমে সার্ভিস চালু থাকার কারণে দেশের ব্যান্ডউইডথ চাহিদা পূরণ করা সম্ভব হবে।
উল্লেখ্য যে, বিএসসিসিএল এর নিজস্ব আইআইজি হতে আইপি ট্রনজিট সার্ভিস প্রদানের জন্য বিকল্প পথে ‘সি-মি-উই-৫’ ক্যাবলের মাধ্যমে অতিরিক্ত ব্যান্ডউইডথ সংগ্রহের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
বাসস