সাবেক অস্ট্রেলিয়ান আম্পায়ার ড্যারেল হেয়ার ক্রিকেট ভক্তদের সবারই চেনা। ক্যারিয়ারে সফলতা থাকলেও বিতর্কিত কান্ডে ছিলেন সবার আগে।
তার সবচেয়ে আলোচিত ঘটনা ছিল শ্রীলংকান কিংবদন্তি বোলার মুত্তিয়া মুরালিধরনের বলকে ‘নো বল’ ডাকা!
সেই হেয়ার ক্যারিয়ার শেষ করলেও বিতর্ক ছাড়েনি তাকে! মদের দোকান থেকে অর্থ চুরির অভিযোগ উঠেছে সাবেক এই টেস্ট আম্পায়ারের বিরুদ্ধে। এই দোকানেই এতদিন কাজ করছিলেন হেয়ার।
৬৫ বছর বয়সী হেয়ারের বিরুদ্ধে অভিযোগটা গুরুতরই। যদিও সেটা কয়েক মাস আগে ঘটেছিল বলে জানিয়েছে, অস্ট্রেলিয়ার দ্য সিডনি মর্নিং হেরাল্ড।
তাতে বলা হয়েছে, ফেব্রুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত প্রায় ৭ হাজার মার্কিন ডলার চুরি করেছেন তিনি। চুরি করার বিষয়টি ধরা পড়ে সিসিটিভি ফুটেজে।
এর পরেই তাকে চাকরি থেকে ছাঁটাই করা হয়। তার বিরুদ্ধে আরও অভিযোগ, জুয়া খেলার অভ্যাস রয়েছে তার।
১৯৯২ থেকে ২০০৮ সালে ৭৮ টেস্টে দায়িত্ব পালন করা হেয়ার অবশ্য এই ঘটনার দায় স্বীকার করে নিয়েছেন আদালতে। আদালত তাকে কঠোর কোনো শাস্তি দেননি।
আচরণ সংশোধনের জন্য সময় বেঁধে দিয়েছেন ১৮ মাস!
এই হেয়ারই ১৯৯৫ সালে মুত্তিয়ার বোলিং অ্যাকশন অবৈধ বলে নো ডেকেছিলেন। যার বিতর্কিত আম্পায়ারিং নিয়ে তখন সরব হয়েছিলেন সর্বকালের সেরা ব্যাটসম্যান স্যার ডন ব্র্যাডম্যানও। -দ্য সিডনি মর্নিং হেরাল্ড