আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) ভাইস চ্যান্সেলর প্রফেসর কে এম গোলাম মহিউদ্দিন ইউনিভার্সিটি মালয়েশিয়া পার্লিসের (ইউনিম্যাপ) ভিসির আমন্ত্রণে সমাবর্তনে যোগ দিতে গতকাল মালয়েশিয়া গেছেন।
তার সফরসঙ্গী হিসেবে রয়েছেন আইআইইউসির সেন্টার ফর রিসার্চ অ্যান্ড পাবলিকেশন্সের (সিআরপি) ডিরেক্টর ড. আকতারুজ্জামান খান।
সফরকালে তিনি ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়া (আইআইইউএম) যাবেন এবং আইআইইউএমের রেক্টরের সাথে ইউনিভার্সিটির পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট এবং ভবিষ্যৎ সহযোগিতার ক্ষেত্র উন্মোচন বিষয়ে মতবিনিময় করবেন।
এ ছাড়া তিনি ইউনিভার্সিটি সেইন্স ইসলাম মালয়েশিয়ার (ইউসিম) ভিসির আমন্ত্রণে ওই ইউনিভার্সিটি পরিদর্শনে যাবেন।
আগামী ৪ নভেম্বর তার দেশে প্রত্যাবর্তনের কথা রয়েছে। বিজ্ঞপ্তি।
আইআইইউসির ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রফেসর গোলাম মহিউদ্দিন
সেই শিক্ষাই অর্জন করা উচিত, যা নৈতিক কর্তব্যবোধ বাড়ায়
আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) ভাইস চ্যান্সেলর প্রফেসর কে এম গোলাম মহিউদ্দিন বলেছেন, সেই শিক্ষাই অর্জন করা উচিত যা নৈতিক কর্তব্যবোধ বাড়ায়। ওই শিক্ষা নয় যা ছাত্রদের হলমার্কের তানভীর বানাবে।
সোমবার সকালে কুমিরার স্থায়ী ক্যাম্পাসে আইআইইউসির স্টুডেন্ট অ্যাফেয়ার্স ডিভিশন (স্ট্যাড) আয়োজিত শরৎকালীন সেমিস্টার ২০১৭ এর নবাগত ছাত্রদের ৪৫তম ব্যাচের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আইআইইউসির ভাইস চ্যান্সেলর এ অভিমত ব্যক্ত করেন।
আইআইইউসির প্রোভিসি (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো: দেলাওয়ার হোসেনের সভাপতিত্বে এ আয়োজনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আইআইইউসির বোর্ড অব ট্রাস্টিজের ভাইস চেয়ারম্যান প্রফেসর ড. কাজী দ্বীন মোহাম্মদ এবং ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান অধ্যাপক আহসান উল্লাহ।
শুভেচ্ছা বক্তব্য রাখেন আইআইইউসির ট্রেজারার প্রফেসর হারুনুর অর রশীদ, ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন প্রফেসর ড. আবদুল হামিদ চৌধুরী, শরিয়াহ অনুষদের ডিন প্রফেসর ড. নাজমুল হক নাদভী এবং স্বাগত বক্তব্য রাখেন স্টুডেন্ট অ্যাফেয়ার্স ডিভিশনের পরিচালক আ জ ম ওবায়েদুল্লাহ।
ব্রিফিং সেশনে বিষয়ভিত্তিক বক্তব্য রাখেন আইআইইউসির প্রক্টর ড. কাউসার আহমেদ, বিভিন্ন ডিভিশনের পরিচালক প্রফেসর ড. এ কে এম শাহেদ, প্রফেসর ড. বি এম মফিজুর রহমান, মোহাম্মদ জাহেদুর রহমান, মহিউদ্দিন হোসাইন, মো: জাহাঙ্গীর আলম ও মুহাম্মদ মাহফুজুর রহমান। ছাত্রদের পক্ষে বক্তব্য রাখেন মতিউর রহমান ও ইফতেখার মাহমুদ আখন্দ।
অনুষ্ঠান পরিচালনা করেন স্ট্যাড এর অতিরিক্ত পরিচালক মোহাম্মদ মামুনুর রশীদ। সঙ্গীত ও আবৃত্তি পরিবেশন করেন চৌধুরী গোলাম মাওলা, মো: আজিজুল হক ও মোসতাক খন্দকার।
বিশেষ অতিথির বক্তব্যে আইআইইউসির বোর্ড অব ট্রাস্টিজের ভাইস চেয়ারম্যান প্রফেসর ড. কাজী দ্বীন মোহাম্মদ বলেন, এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্দেশ্য এমন একটা প্রজন্ম উপহার দেয়া যারা দেশ ও জাতির কল্যাণে তাদের শিক্ষাকে কাজে লাগাবে।
তিনি বলেন, আইআইইউসি গুণে মানে সত্যিকার অর্থে একটি আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় যার রয়েছে সমৃদ্ধ অবকাঠামোসহ বিশাল ক্যাম্পাস। বিজ্ঞপ্তি।