জ. হাসান
|
Oct 29,2017
স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ-এর প্রতিষ্ঠাতা ও ট্রাস্টিবোর্ডের চেয়ারম্যান এবং এক সময়ের উপাচার্য প্রফেসর ড. এম. এ. হান্নান ফিরোজ আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আজ রোববার সকাল ৭টায় রাজধানীর ইবনে সিনা হাসপাতালে তিনি মারা যান।
জানা গেছে, দীর্ঘদিন ধরেই তিনি ডায়বেটিসসহ নানাবিধ শারীরিক অসুস্থতায় ভুগছিলেন।
মৃত্যুকালে স্ত্রী ও দুই কন্যা সন্তান রেখে গেছেন তিনি।
আজ রোববার বাদ জুহর ধানমন্ডি ৭/এ ঈদগাহ মাঠ মসজিদে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
তার গ্রামের বাড়ি ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলায়।
এই শিক্ষানুরাগীর মৃত্যুতে স্ট্যাম্পফোর্ড ইউনিভার্সিটির গণমাধ্যাম ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান কাজী আবদুল মান্নানসহ সকল শিক্ষক-শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীরা গভীর শোক প্রকাশ করেছেন।