জামালপুরের সরিষাবাড়ীতে বিস্কুট চুরির অপবাদে এক বৃদ্ধকে খুটির সাথে বেধে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে।
গত সোমবার বিকালে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের একুশে মোড় এলাকা ঘটে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, উপজেলার পোগলদিঘা ইউনিয়নের একুশে মোড়ে রাশেদুল ইসলামের মনোহারী দোকানে ডোয়াইল ইউনিয়নের ডিগ্রীবন্দ গ্রামের সুরুজ মিয়া (৬৫) ৫ টাকা দামের বিস্কুট কিনতে যায়।
এ সময় বৃদ্ধ লোকটি বিস্কুট নিয়ে ভুল বশতঃ দোকানদারকে দাম না দিয়ে চলে যান।
এ সময় দোকানদার রাশেদুল ইসলাম বৃদ্ধ সুরুজ মিয়াকে রাস্তা থেকে ধরে এনে দোকানের বারান্দার সিমেন্টের খুটির সাথে গামছা দিয়ে বেধে নির্যাতন করে।
পরে স্থানীয় লোকজন বৃদ্ধ লোকটিকে প্রতিবাদ করলে তাকে ছেড়ে দেওয়া হয়।
এ ব্যাপারে জানতে চাইলে বৃদ্ধ সুরুজ মিয়া বলেন,আমাকে চোর মনে করে ওরা গামছা দিয়ে আমাকে খুটির সাথে বেধে মারপিট করেছে। এ কামটা কি ভাল করল। আমি এর বিচার চাই।
দোকানদার রাশেদুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন- ওই লোকটি ইতিপূর্বেও আমার দোকানে চুরি কলেছে বলে স্থানীয় লোকজন আমাকে জানিয়েছে।
তাই তাকে গামছা দিয়ে বেধে কিছু চড় থাপ্পড় দেয়া হয়েছে।
এ ঘটনায় তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ জোয়াহের হোসেন খান বলেন, বৃদ্ধকে খুটির সাখে বেধে নির্যাতনের ঘটনার খবর পেয়ে অফিসার পাঠিয়ে ছিলাম।
তারা ঘটনাস্থলে গিয়ে ঘটনার সত্যতা পেয়েছেন।
অভিযোগ পেলে নির্যাতনকারীর বিরুদ্ধে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।