বিশ্বের অন্যতম প্রাচীন বিশ্ববিদ্যালয় ‘অক্সফোর্ড ইউনিভার্সিটি’র ইসলামিক স্টাডিজ সেন্টারে ২০১৮-১৯ শিক্ষাবর্ষে স্কলারশিপসহ মাস্টার্স ও পিএইচডি করার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইটে।
ইসলামিক স্টাডিজ সেন্টারে মাস্টার্স ও পিএইচডির স্কলারশিপপ্রাপ্ত শিক্ষার্থী-গবেষকদের সব ফি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বহন করবে।
অর্থাৎ প্রত্যেককে ১৪ হাজার ৫৫৩ ইউএস ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২ লাখ টাকা) করে দেওয়া হবে। পাশাপাশি যুক্তরাজ্যে বসবাসের খরচও প্রদান করা হবে।
তবে ডিগ্রি সম্পন্ন করার পর শিক্ষার্থীকে অবশ্যই দেশে ফিরে আসার শর্ত জুড়ে দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
যাঁরা মাস্টার্স কিংবা পিএইচডি করতে আগ্রহী, বিজ্ঞপ্তিতে তাঁদের অবশ্যই জুন ২০১৮ সালের আগে যোগাযোগ করতে বলা হয়েছে।
উল্লেখ্য, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধীনে ১৯৮৩ সালে স্বতন্ত্র সেন্টার হিসেবে ইসলাম ও মুসলিম বিশ্ব নিয়ে অধ্যয়নের জন্য বিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ ব্যক্তিত্ব ও মহান চিন্তানায়ক সাইয়েদ আবুল হাসান আলী নদভি (রহ.) অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ‘ইসলামিক স্টাডিজ সেন্টার’ প্রতিষ্ঠা করেন এবং প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।
এ বিষয়ে বিস্তারিত জানতে দেখুন : অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইট। অথবা অক্সফোর্ড সেন্টার ফর ইসলামিক স্টাডিজের অফিশিয়াল ওয়েবসাইট ভিজিট করুন।