জুলফিকার হাসান
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক, বাংলাদেশ সেনাবাহিনীর (অব.) মেজর ও মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ট্রাস্টের সদস্য প্রফেসর ড. মীর আকরামুজ্জামানের জানাযা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ২ অক্টোবর রাত্রে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি ইন্তেকাল করেন। মরহুমের মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়ার পর তার গুনগ্রাহী ও ছাত্ররা শোকাহত হয়ে পড়েন।
আজ ৩ অক্টোবর শুক্রবার বাদ জুমা রাজধানীর গুলশানে মানারাত ইন্টারন্যাশনাল কলেজ মাঠে এ জানাযা অনুষ্ঠিত হয়।
জানাযা শেষে প্রফেসর ড. মীর আকরামুজ্জামানকে বনানীর সেনা কবরস্থানে দাফন করা হয়।
জানাযায় মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ট্রাস্টের চেয়ারম্যান বিশিষ্ট শিক্ষাবিদ ও সাবেক সচিব শাহ আব্দুল হান্নান, মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ট্রাস্টের সদস্য ও সাবেক সচিব ইসমাইল হোসেন, সাবেক সংসদ সদস্য প্রফেসর মো. আব্দুল্লাহ, মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম. উমার আলী, ট্রেজারার হাফিজুল ইসলাম মিয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভুগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. আব্দুর রব, ফার্মেসি বিভাগের অধ্যাপক ও সায়েন্স ল্যাবরেটরির সাবেক চেয়ারম্যান প্রফেসর ড. চৌধুরী মাহমুদ হাসান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান চৌধুরী, প্রফেসর ফরীদ আহমেদ, প্রফেসর মানসুর, সাবেক সেনা কর্মকর্তা ও বøুম ফিল্ড ইন্টারন্যাশনাল স্কুলের প্রিন্সিপাল মেজর (অব.) কামরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
জানাযা পূর্বে মরহুমের মাগফেরাত কামনায় সংক্ষিপ্ত বক্তৃতায় মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ট্রাস্টের চেয়ারম্যান বিশিষ্ট শিক্ষাবিদ শাহ আব্দুল হান্নান প্রফেসর ড. আকরামুজ্জামানকে একজন নিবেদিত প্রাণ শিক্ষানুরাগী উল্লেখ করে বলেন প্রত্যেককেই মৃত্যুর জন্য তৈরি থাকতে হবে।
কিন্তুমৃতুর পরের জীবনের যে পাওনা তা বেঁচে থাকতে পরিশোধ করতে পেরেছি কিনা এ নিয়ে সবাইকে ভাবতে হবে।
তিনি প্রফেসর ড. আকরামুজ্জামানের অসম্পূর্ণ কাজগুলো এগিয়ে নিতে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সবাইকে সচেষ্ট হওয়ার আহবান জানান।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগ আগামী ৫ অক্টোর অধ্যাপক মীর আকরামুজ্জামানের জেন্য স্মরনসভা ও দোওয়া অনুষ্ঠানের আয়োজন করেছে।