সৌদি নাগরিক ও আল কায়েদা নেতা ওসামা বিন লাদেন সম্পর্কিত চার লাখ ৭০ হাজার ফাইল গত বুধবার প্রকাশ করে সিআইএ। এ থেকে বেরিয়ে এসেছে লাদেনের নানা অজানা দিক।
জানা গেছে, লাদেন জনপ্রিয় কার্টুন সিরিজ 'টম অ্যান্ড জেরি'র বিশাল ভক্ত ছিলেন!
টম অ্যান্ড জেরি'র ১৬০টি এপিসোডের মধ্যে ১৩৮টি এপিসোড ডাউনলোড করেছিলেন লাদেন। শুধু তাই নয়, সেগুলো নিয়মিত দেখতেন তিনি। এতে থেকেই বোঝা যায় তিনি কতটা শিশুসুলভ ছিলেন।
শুধু তাই নয়। লাদেন ফুটবলও খুব পছন্দ করতেন। বিশ্বকাপে সেরা গোলগুলোর ভিডিও তার কাছে ছিল। তিনি 'অ্যান্টস', 'চিকেন লিটলস', 'কার্স'-এর মতো বাচ্চাদের ছবিও দেখতেন।
২০১১ সালের মে মাসে পাকিস্তানের অ্যাবোটাবাদে ওসামা বিন লাদেনকে হত্যা করে আমেরিকার প্রতিরক্ষা বাহিনী।
লাদেনকে হত্যার জন্য অভিযান পরিচালনার সময় বহু নথি জব্দ করা হয়েছিল।
সিআইএ ধাপে ধাপে সেগুলো প্রকাশ করে আসছে। এ বছরের শুরুর দিকেও লাদেনের বিষয়ে গোপন নথি প্রকাশ করে সিআইএ।
গত বুধবার প্রকাশিত নথির মধ্যে লাদেনের ব্যক্তিগত ডায়েরি, বিভিন্ন গুরুত্বপূর্ণ নথি, অডিও-ভিডিও ফাইল রয়েছে।
এতে লাদেনের ছেলে হামজার বিয়ের অনুষ্ঠানের একটি ক্লিপও রয়েছে।