আন্তর্জাতিক ডেস্ক
|
Nov 05,2017
একটি পোশাক বানাতেই চীনের চারজন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর লেগেছে ছয় মাস। অবশ্য এটি কোনো খবরই নয়।
কারণ পোশাক বানাতে কয়েক বছর লাগার খবর অহরহ। তবে এ চার শিক্ষার্থী যেভাবে পোশাকটি বানিয়েছে সেটিই বিস্ময়ের কারণ।
কাঁচা হলুদ রঙের পুরো পোশাকটি বানানো হয়েছে গাছের পাতা দিয়ে।
এ জন্য ছয় হাজার পাতা লেগেছে। এ নিয়ে চীনের সামাজিক মাধ্যমেও ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
ছয় হাজার পাতা, কিছু সুতার সঙ্গে পোশাকটি বানাতে লেগেছে পর্বতপ্রমাণ ধৈর্য।
চীনের হেফেই বিশ্ববিদ্যালয়ের বার্ষিক প্রতিযোগিতা এনিম্যাল অ্যান্ড প্ল্যান্ট স্পেসিম্যান কনটেস্ট এ ব্যতিক্রমী কিছু করে দেখাতে হয়। সেটির জন্য পোশাকটি তৈরি করা হয়।
বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে যে পাতা সংগ্রহ করা হয় তা যথেষ্ঠ ছিল না।
এজন্য চারজন মিলে পাতা সংগ্রহ করতে তারা চীনের তিয়াংজু উপত্যকায়ও গিয়েছিলেন!