ইসলামী বিশ্ববিদালয়ে (ইবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষের অনার্স ১ম বর্ষের ভর্তি পরীক্ষা ১ থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে।

পূর্ব ঘোষিত সময়ের পরিবর্তে ভর্তি পরীক্ষার আবেদনের সময় বৃদ্ধি করে ১৯ নভেম্বর পর্যন্ত নির্ধারিত করা হয়েছে।

রবিবার বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. রাশিদ আসকারীর সভাপতিত্বে কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটি সভায় এই সিদ্ধান্ত গৃহিত হয়।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ জানান, বিভিন্ন সরকারি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ইবি ভর্তি পরীক্ষার সময়সূচি মিলে যাওয়ায় সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে।

পূর্ব ঘোষিত ২৫ থেকে ৩০ নভেম্বরের পরিবর্তে ১ ডিসেম্বর থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

একই সঙ্গে ভর্তি পরীক্ষার আবেদনের সময়সীমা ১০ নভেম্বরের পরিবর্তে ১৯ নভেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।

ভর্তি পরীক্ষা এবং ফলাফল প্রকাশের পর ১২ ডিসেম্বর থেকে মেধাতালিকার সাক্ষাৎকার গ্রহণ করা হবে।

ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট www.iu.ac.bd থেকে জানা যাবে।

 


Comments