রাজধানীর মধ্য বাড্ডায় ছুরিকাঘাতে মো. নাসিম নামে মানারাত বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রকে খুন করা হয়েছে।

সোমবার সকাল ১০টার দিকে মধ্য বাড্ডা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মো. নাসিম মানারাত বিশ্ববিদ্যালয়ের এমবিএর দ্বিতীয় সেমিস্টারের ছাত্র ছিলেন।

তার বাবার নাম আলী আহমেদ সাইফুদ্দীন। তাদের বাসা মধ্য বাড্ডার পোস্ট অফিসের গলিতে বলে জানায় স্থানীয়রা।

স্বজনরা জানান, সকাল ১০টার দিকে মধ্য বাড্ডার বাসা থেকে বের হন নাসিম।

এ সময় পূর্বপরিচিত কয়েকজন যুবক তার পেটে ছুরি মেরে পালিয়ে যায়।

কয়েক দিন আগে ওই যুবকদের সঙ্গে নাসিমের কলহ হয়েছিল বলে জানান তারা।

হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই মো. বাচ্চু মিয়া জানান, নিহত ছাত্রের লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

 


Comments