ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আওতাধীন কামিল (স্নাতকোত্তর) পরীক্ষার (২০১৫) ফল প্রকাশ করা হয়েছে।

মঙ্গলবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সভা কক্ষে ভিসি প্রফেসর ড. রাশিদ আসকারী সংবাদ সম্মেলনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটে এ ফল প্রকাশ করেন।

এবারের কামিল (স্নাতকোত্তর) ১ম পর্বের পাসের হার শতকরা ৯৩.৭০ শতাংশ এবং কামিল (স্নাতকোত্তর) ২য় পর্বের পাসের হার ৯৭.৮৩ শতাংশ।


পরীক্ষা নিয়ন্ত্রক অফিস সূত্রে জানা গেছে, এ বছর ২১৫টি কামিল মাদ্রাসার অধীনে মোট ১৩০টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়।

কামিল (স্নাতকোত্তর) প্রথম পর্বে ৮২৫ জন পরীক্ষার্থীর মধ্যে ৭৭৩ জন এবং দ্বিতীয় পর্বে ১৭ হাজার ২২ জন শিক্ষার্থীর মধ্যে ১৬ হাজার ৯৫৭ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে।

ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক একে আজাদ লাভলুর সভাপতিত্বে সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর ড. শাহিনুর রহমান, মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. নেসার উদ্দিন, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এসএম আব্দুল লতিফ প্রমুখ উপস্থিত ছিলেন।


উল্লেখ্য, কামিল পরীক্ষার ফলসহ বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.iu.ac.bd থেকে জানা যাবে।

 


Comments