প্রশাসনে রদবদল করা না হলে ‘টাইম বোমা’ মেরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ফারজানা ইসলামের কাছে লেখা এক চিঠিতে বুধবার এ হুমকি দেওয়া হয়েছে। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন বৃহস্পতিবার আশুলিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে।

হুমকির বিষয়টি প্রশাসন দু’দিন গোপন রাখলেও শুক্রবার সকালে জানাজানি হয়।
.
উড়ো চিঠিতে বলা হয়, ‘৫ থেকে ৯ নভেম্বরের মধ্যে প্রশাসনে রদবদল করা না হলে নতুন ও পুরাতন প্রশাসনিক ভবন বোমা দিয়ে উড়িয়ে দেওয়া হবে।’

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ফারজানা ইসলাম বলেন, ‘চিঠিতে বলা হয়েছে আমার প্রশাসনিক কার্যক্রম ভালো না। প্রশাসনকে ৫-৯ তারিখের মধ্যে ঢেলে সাজাতে হবে। নইলে বোমা দিয়ে নতুন ও পুরাতন প্রশাসনিক ভবন উড়িয়ে দেওয়া হবে। ৯ তারিখ তো বৃহস্পরিবার চলে গেল।’

তিনি বলেন, ‘চিঠিতে আরও বলা আছে- আমাদের অজ্ঞাতেই ওই দু’টি ভবনে টাইম বোমা ফিট করা হয়েছে। চিঠি পাওয়ার পরপরই আমরা পুলিশকে জানিয়েছি। জিডি করেছি। পুলিশ ভবন দু’টি তল্লাশি করার কথা জানিয়েছে।’

ভিসি আরও বলেন, ‘আমরা আতঙ্কিত নই। তারপরও দায়িত্বের জায়গা থেকে পুলিশকে জানিয়েছি। এখন অনেক কিছুই হতে থাকবে। সামনে যেহেতু সিনেট ইলেকশন আছে।’

 


Comments