আরও বড় চমক নিয়ে আসতে চলেছে জনপ্রিয় সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ফেসবুক। ম্যাসেজ, অডিও ভিডিওর পর এবার ফেসবুকের মাধ্যমে পাঠানো যাবে টাকা।
নতুন এই ফিচার নিয়ে আসার পরিকল্পনা করছে ফেসবুক। নাম দেওয়া হয়েছে ‘রেড এনভেলপ’।
সঙ্গে আসছে আরও একটি ফিচার ‘ব্রেকিং নিউজ’।
এর সাহায্য ব্যবহারকারীরা ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন।
সূত্রের খবর, খুব শীঘ্রই পরীক্ষামূলকভাবে চালু করা হবে এই ফিচার।
তবে ফেসবুকের তরফে এখনও এই বিষয়ে কিছু জানানো হয়নি।
‘রেড এনভেলপ’ কবে যোগ করা হবে তা নিয়ে এখনও কিছু বলেনি ফেসবুক। সংস্থার তরফে জানানো হয় যে ফেসবুক প্রতিনিয়ত নতুন বিষয় নিয়ে পরীক্ষা করতেই থাকে। তাই এখনি এই বিষয়ে মন্তব্য করা যাবে না।
এই ফিচার লঞ্চ না হওয়ারও সম্ভাবনা রয়েছে।
চলতি বছরের শুরু দিকে ফেসবুক তার মেসেঞ্জার অ্যাপ-এ একটি গ্রুপ পেমেন্ট ফিচার যোগ করেছে।
ইন্টারনেট থেকে